• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়াকে দেখতে দেখতে জিমে অ্যাক্সিডেন্ট করে ফেলি! সাক্ষাৎকারে অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউডের প্রথম সারির অভিনেতাদের (Tollywood actor) নামের তালিকা তৈরি করা হবে আর সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম থাকবে না এমনটা হয় না। দশকের পর দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। আজ তাঁর পরিচিতি ‘ইন্ডাস্ট্রি’ নামেই। সম্প্রতি সেই বাংলার ‘বুম্বাদা’ আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় বসেছিলেন। সেখানেই নিজের জীবনের নানান অজানা কাহিনী, চাওয়া পাওয়া, আশা নিয়ে মুখ খোলেন তিনি।

বিনোদন ইন্ডাস্ট্রির কোন নায়িকাকে পছন্দ, স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে রসায়ন থেকে শুরু করে ছেলে তৃষাণজিৎকে- সব নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। নামী সংবাদমাধ্যমের সঙ্গে বুম্বাদার এই নির্ভেজাল আড্ডা দেখার পর অনেকেই তাঁর ব্যাপারে নানান অজানা কথা জানতে পেরেছেন।

   

Prosenjit Chatterjee

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময়ই প্রসেনজিৎকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর সবচেয়ে পছন্দের নায়িকা কে? জবাবে অভিনেতা বলেন, রেখা থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, কাজল, রানী মুখার্জি হয়ে হালফিলের আলিয়া ভাট (Alia Bhatt)- অনেকের নামই নেন। তবে অভিনেতার সবচেয়ে প্রিয় হয়তো মহেশ কন্যা আলিয়াই। তাঁর শেয়ার করা এক ঘটনা থেকে সেকথা আন্দাজ করে নিতে কোনও অসুবিধা হয়নি অনুরাগীদের।

বুম্বাদা জানান, তিনি আলিয়া ভাটের অত্যন্ত বড় ফ্যান। রণবীর ঘরণীর কাজ বারবার মুগ্ধ করেছে তাঁকে। একবার নাকি জিম করতে করতে আলিয়াকে দেখতে গিয়ে অ্যাক্সিডেন্টই করে ফেলেছিলেন টলিউড সুপারস্টার।

Prosenjit Chatterjee Alia Bhatt

প্রসেনজিৎ জানান, তিনি জিম করছিলেন এবং টিভিতে আলিয়ার কোনও সিনেমা বা গান চলছিল। শরীরচর্চা করলেও তাঁর মন পড়েছিল আলিয়ার দিকেই। আর ব্যস, তাতেই বাঁধে বিপত্তি। জিমের মধ্যে অ্যাক্সিডেন্ট করে বসেন টলি সুপারস্টার। যদিও কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে অভিনেত্রীর বাবা মহেশ ভাটকে ফোন করে সম্পূর্ণ ঘটনাটি জানিয়েছিলেন তিনি।

নামী সংবাদমাধ্যমটির সঙ্গে আলাপচারিতার সময়ই প্রসেনজিৎ জানান, অভিনেতা হিসেবে এত সফল হলেও তিনি নিজেকে পরিচালক হিসেবেও দেখতে চান। অন্তত ৫-৬টি সিনেমা পরিচালনা করতে চান তিনি। এরপর অনুরাগীদের কাছে প্রশ্ন রাখতে চান, অভিনেতা নাকি পরিচালক- তিনি কোন ভূমিকায় বেশি দক্ষ!

site