এই মুহূর্তে টলিউডের (Tollywood) আসন্ন যে ছবিগুলি নিয়ে দর্শকদের মনে চর্চা-আলোচনা তুঙ্গে উঠেছে সেগুলির মধ্যে একটি হল ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শুভ্রজিৎ মিত্র যে সিনেমা বানাচ্ছেন তা আগেই জানা গিয়েছিল। তবে এবার ছবিটি ঘিরে আরও একটি বড় আপডেট সামনে এল। এবার বিশ্বদরবারে বাংলার মুখ উজ্জ্বল করতে চলেছে এই সিনেমা।
আগেই জানা গিয়েছিল, শুভ্রজিতের এই মেগা বাজেট সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের রোলে থাকবেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শনিবার সন্ধ্যায় পর্দার ভবানী পাঠক তথা বুম্বাদাই ছবিটি নিয়ে একটি বিরাট সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
‘দেবী চৌধুরানী’ রিলিজ করতে এখনও অনেকটা সময় বাকি আছে। আগামী বছর তথা ২০২৪ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। তবে তার আগে ডাকাত-সম্রাজ্ঞী প্রকাশ্যে আসবেন না তা কি হয়! চলতি কান চলচ্চিত্র উৎসবেই নিজের মুখ দেখাতে চলেছেন ‘দেবী চৌধুরানী’।
গতকাল সন্ধ্যায় ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুখবরটি শুনিয়েছেন প্রসেনজিৎ। বুম্বাদা ক্যাপশনে লিখেছেন, ‘দেবী চৌধুরানীর মোশন পোস্টার আন্তর্জাতিক দর্শক এবং সংবাদমাধ্যমের সামনে উন্মোচিত হতে চলেছেন। কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়ন মার্শ দ্যু ফিল্মসে দেখা যাবে সেটি’।
ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রসেনজিতের সেই পোস্ট। টলি সুপারস্টারকে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর কাছের মানুষ, শুভাকাঙ্খী এবং অনুরাগীরা। পাশাপাশি ছবিটি ঘিরে উচ্ছ্বাসও জাহির করেছেন প্রত্যেকে।
View this post on Instagram
প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই সিনেমায় শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর ছেলে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করবেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন বিকি কৌশলের বাবা তথা বর্ষীয়ান স্টান্ট ডিরেক্টর শাম কৌশল।