• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাছের মানুষ’ রিলিজের আগেই সাবধান করেছিলাম দেবকে! ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সদ্য রিলিজ করেছে তাঁর বলিউড ওয়েব সিরিজ ‘জুবিলি’। সেখানে তাঁর অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। পয়লা বৈশাখে আবার দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে আসছেন বুম্বাদা। নববর্ষে সিনেপ্রেমী মানুষদের জন্য প্রসেনজিতের উপহার ‘শেষ পাতা’।

‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের শেষ দুই প্রোজেক্ট দেখা হলে, দু’টি একেবারে ভিন্ন ধরণের। ‘জুবিলি’তে তাঁকে দেখা গিয়েছে গ্ল্যামারাস তারকা শ্রীকান্ত রায়ের চরিত্রে। অপরদিকে ‘শেষ পাতা’য় অভিনয় করেছেন ব্যর্থ, খ্যাপাটে লেখক বাল্মীকির চরিত্রে। আপাত দৃষ্টিতে দু’টি চরিত্রকে একেবারে আলাদা মনে হলেও, শ্রীকান্ত এবং বাল্মীকির মধ্যে একটি মিল রয়েছে। তা হল দু’জনেই শিল্পী।

   

Jubilee and Shesh Pata, Prosenjit Chatterjee

পরপর দুই ভিন্ন চরিত্রে কাজ করাচ চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি মুখ খোলেন প্রসেনজিৎ। অভিনেতা বলেন, ‘দু’টো চরিত্রের মধ্যে মিল হল দু’জনেই শিল্পী। একজন হলেন পরিচালক-প্রযোজক এবং দ্বিতীয়জন হলেন লেখক। আমি ‘মনের মানুষ’এর কাজ যখন করছিলাম, তার তিন-চারদিনের মধ্যেই ‘অটোগ্রাফ’এর শ্যুটিং শুরু করি। একটি চরিত্র ছিল ত্যাগী এবং দ্বিতীয়টি ভোগী। ফের সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি। শ্রীকান্তকে দর্শকরা পছন্দ করেছেন। আশা করব, বাল্মীকিকেও তাঁদের ভালোলাগবে’।

বুম্বাদার ডেবিউ হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ দর্শকদের ভালোলাগলেও, তাঁর শেষ করেকটি ছবি কিন্তু একেবারেই সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। ‘আয় খুকু আয়’, ‘কাছের মানুষ’এর (Kacher Manush) মতো সিনেমার নাম রয়েছে সেই তালিকায়। এর কারণ কী? সেই বিষয়েও আলোকপাত করেন বুম্বাদা।

Kacher Manush, Prosenjit Chatterjee on Kacher Manush

টলি সুপারস্টার বলেন, ‘পুজোয় হাউসফুল বোর্ড লাগিয়ে দেব। ‘কাছের মানুষ’ খুব সুন্দর সিনেমা, কিন্তু ওটা পুজোর সময়ের ছবি ছিল না। দেবকে আমি সেটা বলেওছিলাম। ‘আয় খুকু আয়’ আবার টিভিতে দারুণ রেটিং পেয়েছে। তবে দর্শক হয়তো যোগসূত্র স্থাপন করতে পারেনি। সেটা আমার টাক মাথার চেহারাও হতে পারে’।

যদিও বক্স অফিস কালেকশন নিয়ে বিশেষ ভাবিত নন প্রসেনজিৎ। অভিনেতার কথায়, ‘ময়ূরাক্ষী, শঙ্খচিল, রবিবার-এর মতো সিনেমা বক্স অফিসের কথা মাথায় রেখে বানানো হয় না। যে সিনেমা বক্স অফিসে হিট হওয়ার কথা ভেবে তৈরি করা হয় সেটা না চললে সত্যি খারাপ লাগে। কিন্তু এমনও কিছু কাজ তো করতে হবে, যাতে ২০ বছর পর আমায় নিয়ে যখন কাটাছেঁড়া হবে তখন বলা যাবে এই কাজটা লোকটা দারুণ করেছে’।