• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা প্রসেনজিৎকে টেক্কা দিল ছেলে তৃষাণজিৎ, বড়দিনে ভাইরাল বাবা-ছেলের ডুয়েট নাচের ভিডিও

Published on:

Tollywood superstar Prosenjit Chatterjee dances with son Trishanjit Chatterjee on Christmas

টলিউড ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেতাদের (Tollywood actor) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। দশকের পর দশক ধরে দর্শক মনে রাজত্ব করছেন তিনি। নিজের অভিনয় গুণে হয়ে উঠেছেন দর্শকদের বুম্বাদা। আদায় করে নিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা।

বিনোদন দুনিয়ার এত বড় তারকার দিকে যে সারাক্ষণ সংবাদমাধ্যম, অনুরাগীদের নজর থাকবে তা জানা কথাই। সেই জন্যই তো বুম্বাদার কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সমান চর্চা হয়। সম্প্রতি যেমন বড়দিন (Christmas) উপলক্ষ্যে ছেলে তৃষাণজিৎ’এর (Trishanjit Chatterjee) সঙ্গে একটি ভিডিও শেয়ার করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

Prosenjit Chatterjee with son Trishanjit

এমনিতেই প্রসেনজিৎ’এর ছেলে হওয়ার সুবাদে তৃষাণজিৎ’এর এখনই ভালো অনুরাগী রয়েছে। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই তাঁর ফ্যানবেস দেখার মতো। কয়েকদিন আগে যেমন বাবা প্রসেনজিৎ’এর ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র গানে কোমর দুলিয়ে সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন মিশুক।

এবার বড়দিনের দিন বাবার সঙ্গে কোমর দুলিয়ে ফের একবার নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রসেনজিৎ-পুত্র। টলিউড সুপারস্টার রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।

Prosenjit Chatterjee Trishanjit Chatterjee

বুম্বাদার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পুতুল সান্টা ক্লজ কোমর দুলিয়ে ট্রাম্পেট বাজাচ্ছেন। তাঁর দু’পাশে দাঁড়িয়ে প্রসেনজিৎ এবং মিশুক। দু’জনের মাথাতেই রয়েছে সান্টা ক্লজের টুপি। প্রথমে সান্টার মতো করে কোমর দুলিয়ে নাচ শুরু করেন তৃষাণজিৎ। এরপর ছেলেকে দেখে দেখে নাচতে আরম্ভ করে দেন টলি সুপারস্টার। বড়দিনের দিন বাবা-ছেলের এই নাচের ভিডিও বেশ ভালোলেগেছে নেটিজেনদের।


সান্টা ক্লজ এবং ছেলে মিশুকের সঙ্গে কোমর দোলানোর এই ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস’। সঙ্গে সঙ্গে সেখানে একের পর এক কমেন্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ বুম্বাদা’। আর একজন নেটাগরিক আবার বাবা-ছেলের এই মিষ্টি ভিডিও দেখে লিখেছেন, ‘কিউট’। এক কথায়, প্রসেনজিৎ-তৃষাণজিৎ’এর বড়দিন স্পেশ্যাল ভিডিও যে হিট, তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥