• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড-বলিউডের পর জাঁকিয়ে বসছেন সাউথেও, ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুনের সাথেই থাকছেন বাংলার যীশু!

Published on:

Tollywood superstar Jisshu Sengupta might work with Allu Arjun in Pushpa 2

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এমন একজন অভিনেতা যিনি শুধুমাত্র টলিউডেরই (Tollywood) নন, বলিউডেরও পরিচিত মুখ। সুপারহিট হিন্দি সিনেমা থেকে শুরু করে জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন এই বঙ্গ তনয়। তবে এবার টলিউড-বলিউডের পর তিনি জাঁকিয়ে বসছেন সাউথে। আগেই শোনা গিয়েছিল, জুনিয়র এনটিআরের আগামী ছবিতে থাকতে পারেন যীশু। এবার শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) সঙ্গেও স্ক্রিন ভাগ করতে চলেছেন তিনি।

ব্লকবাস্টার ‘পুষ্পাঃ দ্য রাইজ’এই অভিনয় করার কথা ছিল যীশুর। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটির প্রস্তাব তাঁকেই দেওয়া হয়েছিল। কিন্তু করোনা অতিমারীর জন্য সেই প্রোজেক্ট করা হয়নি টলি সুপারস্টারের। তবে এবার সিক্যুয়েলে (Pushpa 2) থাকতে পারেন যীশু।

Jisshu Sengupta

শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় ছবি ‘পুষ্পাঃ দ্য রুল’এর মুখ্য ভিলেনের চরিত্রে দেখা যাবে যীশুকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, যে চরিত্রের প্রস্তাব সাউথের নামী অভিনেতা বিজয় সেতুপতিকে দেওয়া হয়েছিল, সেটির জন্যই যীশুকে নেওয়া হচ্ছে। নেটপাড়াতেও ছড়িয়ে পড়েছে এই খবর।

জানিয়ে রাখি, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেক আগেই ডেবিউ করে ফেলেছেন টলি সুপারস্টার যীশু। ইতিমধ্যেই সেই ইন্ডাস্ট্রির একাধিক নামী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ব্লকবাস্টার ‘পুষ্পা’র সিক্যুয়েলে কাজের সুযোগ পেলে যে সেটি টলি তারকার কেরিয়ারের অনেক বড় ব্রেক হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

Pushpa

সাউথ সুপারস্টার আল্লুর সঙ্গে যীশুর স্ক্রিন ভাগ করার গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতা কিংবা টলি তারকা নিজে শিলমোহর দেননি। উল্লেখ্য, ‘পুষ্পাঃ দ্য রুল’ ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ছবিটির।

‘পুষ্পা’ রিলিজ করেছে দেখতে দেখতে এক বছর হতে চলল। কিন্তু এখনও দর্শকদের মধ্যে ছবিটির ভালোরকমের ক্রেজ রয়েছে। সম্প্রতি যেমন ‘বহু প্রতীক্ষিত হিন্দি ছবি’র তালিকায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ এবং সলমন খানের ‘টাইগার ৩’কে পিছনে ফেলে শীর্ষ স্থান অর্জন করেছেন আল্লুর ‘পুষ্পা ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥