• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়পর্দা ছেড়ে প্রেমকাহিনী শোনাতে ছোটপর্দায় জিৎ, রইল ভালোবাসার রিয়্যালিটি শোয়ের ভাইরাল প্রোমো

টলিপাড়ার রোম্যান্টিক হিরোর কথা উঠলে প্রথমেই আসে সুপারস্টার জিৎ(Jeet)- এর নাম। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার ছোটো পর্দার দর্শকদের মন জয় করতে চলেছেন অভিনেতা। সিনেমার নয় খুব শিগগিরই এবার বাস্তবের প্রেমিক প্রেমিকাদের প্রেমের গল্প সোনাতে স্টার জলসার পর্দায় নিয়ে আসতে চলেছেন নতুন নন ফিকশন শো।

সদ্য প্রকাশ্যে এসেছে জিৎ এর নতুন শোয়ের প্রোমোশনাল ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুধ সাদা পোশাকে ধরা দিয়েছেন জিৎ। ব্যাকগ্রাউন্ডে বাজছে দুর্দান্ত রোম্যান্টিক মিউজিক। সেইসাথে কখনও জিৎ এর পিছনে ফুটে উঠছে ভালোবাসার অন্যতম নিদর্শন তাজমহল আবার কখনও দু-এক পা হাঁটতে হাঁটতে জিৎ পৌঁছে যাচ্ছে টকটকে লাল গোলাপ ফুলের বাগানে।

   

Jeet,জিৎ,Ismart Jodi,স্মার্ট জোড়ি,Promo Video,প্রোমো ভিডিও,Tollywood,টলিউড,Romance,রোম্যান্স

শুধু তাই নয় অভিনেতার পা রাখার সাথে সাথে সাদা ফ্যাকাশে পথ, ঘাট, উঁচু ইমারত থেকে গোলাপ সবই ধীরে হয়েছে একেবারে উজ্জ্বল লাল রঙের। এই ভিডিওর শুরুতেই জিৎ- এর গলায় শোনা যাচ্ছে তারই এক জনপ্রিয় সিনেমার ডায়লগ ‘ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।’ যা ইতিমধ্যেই ঝড় তুলেছে অসংখ্য দর্শকদের মনের মধ্যে।

Jeet,জিৎ,Ismart Jodi,স্মার্ট জোড়ি,Promo Video,প্রোমো ভিডিও,Tollywood,টলিউড,Romance,রোম্যান্স

উল্লেখ্য তার আগেই অবশ্য আজ থেকেই শুরু হতে চলেছে স্টার প্লাসের ‘স্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো।হিন্দি এই ‘স্মার্ট জোড়ি’-তে থাকছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন,ভাগ্যশ্রী এবং হিমালয় দাসানি, স্ত্রীর সাথে রাহুল মহাজন, অর্জুন বিজলানি আর নেহা স্বামী, মোনালিসা-বিক্রান্ত সহ আরও অনেকে।এবার এই একই ফর্ম্যাটের শো দেখা যাবে বাংলাতেও।

Jeet,জিৎ,Ismart Jodi,স্মার্ট জোড়ি,Promo Video,প্রোমো ভিডিও,Tollywood,টলিউড,Romance,রোম্যান্স

বাংলা এই শো এর নাম দেওয়া হয়েছে ‘ইস্মার্ট জোড়ি’।স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো ভিডিওতে জিৎকে বলতে শোনা যাচ্ছে, ‘রোম্যান্সের অভিনয় তো অনেক দেখেছেন, এবার দেখুন সত্যিকারের রোম্যান্স। যেখানে দু’জন মানুষ সুখে- দুঃখে, একে অপরের সাথী। সেই মন পাগল করা ভালোবাসা,এই মঞ্চে। আর আমি জিৎ নিয়ে আসছি নতুন যুগের নতুন শো, রিয়্যালিটির রোম্যান্স!’ তবে কবে থেকে সম্প্রচার হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)