• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসো বা ঘৃণা করো, চেঙ্গিজ সুপারহিট! বক্স অফিস বিতর্কে মুখ খুললেন ‘সুপারস্টার’ জিৎ

Published on:

Tollywood Superstar Jeet opens up on Chengiz Box Office Collection Controversy

ঈদের বাজার কাঁপিয়ে মুক্তি পেয়েছে টলিউডের (Tollywood) বস জিৎ মাদনানির বাংলা সিনেমা ‘চেঙ্গিজ’ (Chengiz)।  সত্তরের দশকের মাফিয়া রাজের ছবি ফুটে উঠেছিল এই সিনেমায়। প্রসঙ্গত বাংলা সিনেমার ইতিহাসে এটাই প্রথম বাংলা সিনেমা যা একই দিনে হিন্দিতে মুক্তি পেয়েছে গোটা দেশে।

যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশংসা তো দূরের কথা জিতের এই সিনেমার নামের পাশে সেঁটে দেওয়া হয়েছে ডিজাস্টার কিংবা ফ্লপের মতো তকমা। আর এই ভাবেই শুরুর দিন থেকেই এই সিনেমা নিয়ে চর্চার শেষ নেই দর্শকমহলে।

Jeet, Chengiz movie, Chengiz movie release

সুপারস্টার জিতের সিনেমা কে এক হাত নিয়েছিলেন খোদ টলিউডের প্রযোজক রানা সরকার। ট্রোল করেছিলেন দেব ভক্তরাও। তবে প্রথম থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েও মুখটা বন্ধই রেখেছিলেন জিৎ।  এর দিন অবশ্য সোশ্যাল মিডিয়ায় সকলের সমস্ত সমালোচনার জবাব দিয়ে নিজেই নিজের সিনেমাকে সুপারহিট বলে ঘোষণা করেছেন অভিনেতা।

এদিন একটি ফেসবুক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বামী বিবেকানন্দের একটি উক্তি ধার করে অভিনেতা লিখেছেন ‘আমাকে ভালোবাসো অথবা ঘৃণা কর দুটোই আমার দিকে। কারণ আমাকে ভালবাসলে আমি তোমার হৃদয়ে, আর ঘৃণা করলে আমি তোমার চিন্তায়। খুব অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি চেঙ্গিস সুপারহিট হয়েছে। তোমাদের সকলকে জানাই ধন্যবাদ।’

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,জিৎ,Jeet,চেঙ্গিজ,Cengiz,প্রতিক্রিয়া,Reaction

জিতের এই পোস্টের পাল্টা জবাব দিতে ভোলেননি প্রয়োজক রানা সরকার। তিনি জিৎকে পাল্টা একটি জবাবে ফেসবুক পোস্টে লিখেছেন ‘মানবজমিন সুপারহিট,আমাকে পছন্দ করুন আর ঘৃণা করুন এটা মেনে নিন’।

Jeet Chengiz Rana Sarkar Troll

প্রসঙ্গত এদিন চেঙ্গিজকে সুপারহিট বললেও বিগত ১০ দিনে এই সিনেমাটি থেকে লক্ষি লেভার পরিমান জানাননি জিৎ। তবে বিভিন্ন সূত্রের খবর, মুক্তির প্রথম সাত দিনে ‘চেঙ্গিজ’-এর হিন্দি ডাবড ভার্সন থেকে মোট ১.২৫ কোটি টাকা, এবং বাংলার ঈদের বাজারে আয় হয়েছে  ২ কোটির আশেপাশে। অন্যদিকে একটি রিপোর্ট অনুযায়ী, হিন্দি এবং বাংলা মিলিয়ে এই সিনেমার ৮ দিনের মোট বক্স অফিস কালেকশন  ৪.১৯ কোটি টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥