বাংলা ইন্ডাস্ট্রি তথা টলিউডের (Tollywood) সুপারস্টারদের (Superstar) কথা উঠলে সবার প্রথমেই যার নাম আসে তিনি হলেন জিৎ (Jeet)। বাংলার অসংখ্য তরুণীদের ক্রাশ তিনি। আট থেকে আশি সকলেই অন্ধভক্ত জিৎ এর। তবে টলিউডে নয় প্রথমে বলিউডেই বক্স অফিস কাঁপানোর ইচ্ছা ছিল অভিনেতার। সেই আশা নিয়ে গিয়েও ছিলেন মুম্বাইতে কিন্তু সুযোগ মেলেনি। তারপর বাংলার ছবিতে হিরো হতেই হাউসফুল সিনেমা হল, দর্শকেরা পেল নতুন এক বাংলা সুপারস্টার।
বর্তমানে টলিউড থেকে একাধিক তারকারাই বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। এবার সেই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জিৎ-ও। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতা। জিতের কথায় বলিউডে তো বটেই সাউথ থেকেও যদি ছবির জন্য প্রস্তাব আসে তাহলে নিশ্চই কাজ করব। এমনকি আধুনিক যুগের নতুন বিনোদন মাধ্যম ওটিটিতেও কাজ করতে ইচ্ছুক তিনি।
স্বয়ং জিৎ এর মুখ থেকে এই কথা জানতে পারার পরেই গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই ভাবছেন অভিনেতা হয়তো এবার সত্যিই বলিউডে চান্স পেয়ে গিয়েছেন। তবে এই বিষয়ে তিনি জানান, এমন কোনো খবর বর্তমানে নেই। যদিও টলিপাড়া থেকে অনেকেই বলিউডে পা দিয়েছেন বিগত সময়ে।
এই সমস্ত গুঞ্জনের মাঝেই বুধবার সকালে নিউমার্কেটে দেখা মিলেছিল সুপারস্টারের। সুস্মিতা চট্টোপাধ্যায়ের সাথে ফ্রেমবন্দি হয়েছেন জিৎ। সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়তেই প্রেমের গুঞ্জন শুরু হয়। অবশ্য আসলে তেমন কিছুই নয়। আসলে পরবর্তী ছবির জন্য কাজ নিয়ে ব্যস্ত তাঁরা। যদিও ছবি সম্পর্কে এখনই কিছু বলতে নারাজি তিনি।
প্রসঙ্গত, টলিপাড়া থেকেই তারকাদের বলিউড, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা ওটিটি মাধ্যমে যাওয়া নতুন কিছু নয়। তবে সম্প্রতিকালে যশ দাসগুপ্ত থেকে রুক্মিণী মৈত্র, যীশু সেনগুপ্ত, টোটা রায় চৌধুরীর মত তারকারা বাইরে কাজের জন্য ডাক পাচ্ছেন। তাই জিৎকেও যে বলিউডে দেখা যাবে না তা কিন্তু বলা যায় না। হয়তো আগামী দিনে হিন্দি বা দক্ষিণী কিংবা ওটিটির কোনো ছবিতে দেখা মিলবে বাংলার ‘বস’ জিৎ এর।