• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ই ছিল ধ্যানজ্ঞান, অবাঙালি হয়েও দুর্দান্ত অভিনয়ের জেরে আজ টলিউডের সুপারস্টার জিৎ

Published on:

Tollywood superstar jeet birthday

প্রত্যেক ইন্ডাস্ট্রির মতোই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বহু অভিনেতা-অভিনেত্রী এসেছেন এবং গিয়েছেন। হাতেগোনা খুব কম এমন শিল্পী রয়েছেন যারা নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। এমনই একজন অভিনেতা হলেন টলিউড সুপারস্টার (Tollywood actor) জিৎ (Jeet)।

নব্বইয়ের দশকে প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, অভিষেকের পর দর্শকরা পেয়েছিল জিৎ’কে। ফর্সা, ছিপছিপে, মিষ্টি মুখের ছেলেটা নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে জিতে নিয়েছিলেন দর্শকদের মন। কে বলবে তিনি অবাঙালি! আর আজ তিনিই ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন। এক সন্তানের পিতা হয়ে যাওয়ার পরেও মহিলা মহল এখনও জিৎ বলতেই সংজ্ঞা হারান।

Jeet

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাথী’র মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন জিৎ। প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে তাঁর জুটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। এখনও প্রায়ই দর্শকদের ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও?’ গুনগুন করতে শোনা যায়। এই ছবির মাধ্যমেই জীতেন্দ্র মদনানি হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় জিৎ।

Jeet

অবাঙালি হলেও ঝরঝরে বাংলা বলতেন জিৎ। যেমন দেখতে, তেমনই অভিনয়- নায়ক হওয়ার প্রত্যেকটি গুণই ছিল জিৎ’এর মধ্যে। তবে এর সঙ্গে আরও একটি গুণ ছিল যা কিন্তু সবার মধ্যে থাকে না। তা হল কঠোর পরিশ্রম করার ক্ষমতা। তাঁকে যদি টলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয় তাহলে একেবারেই অত্যুক্তি হবে না।

Jeet

পরিচালক হরনাথ চক্রবর্তী জানান, ‘সাথী’ ছবিতে কাঁচ ভাঙার একটি দৃশ্য ছিল। সেখানে এনটিওয়ান স্টুডিওর দোতলা থেকে ঝাঁপ মারতে হতো জিৎকে। সেই দৃশ্যে কোনও বডি ডাবল নেননি অভিনেতা। নিজেই সবটুকু করেছিলেন। হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড হয়েছিল জিৎ’এর। কাজের প্রতি অভিনেতার দায়বদ্ধতা দেখে সেদিনই মুগ্ধ হয়ে গিয়েছিল প্রত্যেকে।

Jeet Sathi movie

টলিপাড়ার নামী পরিচালক রবি কিনাগির গলাতেও একই সুর শোনা যায়। এক নামী সংবাদমাধ্যমের কাছে ‘ফাইটার’ ছবির স্মৃতিচারণা করে তিনি বলেন, কাজের প্রতি জিৎ’এর ডেডিকেশন দেখতে সত্যিই অবাক হতে হয়। জিৎ সেই সময় কড়া ডায়েটের মধ্যে ছিল। সেটের বাকি সকলে ভালো ভালো সুস্বাদু খাবার খেলেও অভিনেতা হাসিমুখে নিজের সেদ্ধ খাবার খেতেন।

Jeet Fighter movie

তবে টলিউডে প্রায় দু’দশক কাটানো জিৎ যে ব্যর্থতার সম্মুখীন হননি তা নয়। তবে প্রত্যেকবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কেরিয়ারের শুরু থেকে কঠোর পরিশ্রম এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন জিৎ। এখনও অন্যথা হয় না। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। জিৎ’এর শেষ ছবি ‘রাবণ’এ তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। এবার অভিনেতা আসছেন ‘চেঙ্গিস’ রূপে। এবার দেখা যাক নতুন ছবিতে কী চমক নিয়ে আসছেন সকলের প্রিয় জিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥