• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যবতীর চরিত্রে নেয়নি দেব! জিৎ এর সাথে জুটি বেঁধে বাংলা বক্স অফিসে কাঁপাতে তৈরী রুক্মিণী

Published on:

Tollywood superstar Dev girlfriend Rukmini Maitra might pairup with Jeet in upcoming movie

টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev) প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) নিজেও একজন নামী অভিনেত্রী। কেরিয়ারের বেশিরভাগ ছবিতেই অবশ্য দেবের বিপরীতেই দেখা গিয়েছে তাঁকে। এবার সেই নায়িকাই আর এক টলি সুপারস্টার জিতের (Jeet) সঙ্গে জুটি বাঁধছেন। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই জল্পনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত।

রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিনোদিনী’র শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দেব আবার এই ছবির প্রযোজক। দু’জনেই এতদিন বেশ চাপে ছিলেন। সেই জন্য ‘বিনোদিনী’র শ্যুটিং এবং দেবের আসন্ন সিনেমা ‘বাঘা যতীন’এর এই পর্যায়ের শ্যুটিং শেষ হতেই দু’জনে ভ্যাকেশন কাটাতে মলদ্বীপ চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন একের পর এক ছবি। সেসবের মাঝেই শোনা গেল, প্রথমবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন দেব-প্রেমিকা।

Jeet and Rukmini Maitra, Jeet Rukmini movie

এর আগে জিৎ প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল রুক্মিণীকে। তবে সেই সিনেমার নায়ক ছিলেন আবীর চট্টোপাধ্যায়। খবর পাওয়া যাচ্ছে, এই প্রথমবার টলিপাড়ার ‘বস’এর নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিণীকে। যদিও ছবির নাম, কিংবা বাকি কাস্টের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি জিৎ কিংবা রুক্মিণীও এই বিষয়ে কিছু বলেননি।

এদিকে আবার ঈদে মুক্তি পাচ্ছে সুপারস্টার জিতের বহু প্রতীক্ষিত সিনেমা ‘চেঙ্গিজ’। একইসঙ্গে বাংলা এবং হিন্দি রিলিজ করবে এই সিনেমা। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ১৯৭০-১৯৯০ সাল অবধি শহর কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের দাপটের কাহিনী ফুটিয়ে তোলা হবে।

Jeet, Chengiz movie, Chengiz movie release

কলকাতা শহর এবং সেই শহরে আন্ডারওয়ার্ল্ডের দাপটকে ঘিরেই আবর্তিত হবে এই পিরিয়ড ছবির কাহিনী। জানা গিয়েছে, নয়ের দশককে কেন্দ্র করে ‘চেঙ্গিজ’এর সেট তৈরি করা হয়েছিল। এই ছবিতে জিতের বিপরীতে প্রথমবার দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেব এবং জিৎ- টলিপাড়ার এই দুই আইকনের অনুরাগীদের মধ্যে একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। তাই এবার সেই জিতের সঙ্গেই রুক্মিণীর জুটি বাঁধার খবরে দেবের অনুরাগীদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥