• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাঘা যতীন’এর পর এবার ব্যোমকেশ হচ্ছেন সুপারস্টার দেব, সত্যবতীর চরিত্রে বড় চমক! রইল বিস্তারিত

Published on:

Tollywood superstar Dev announced his next film Byomkesh Durgo Rahasya

এই মুহূর্তে টলিউডের (Tollywood) ব্যস্ততম অভিনেতার নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে তা নিঃসন্দেহে হবে সুপারস্টার দেবের (Dev)। একের পর এক ছবি রিলিজ হচ্ছে অভিনেতার। হাতেও রয়েছে ঠাসা কাজ। কয়েকদিন আগেই দেব নিজের আসন্ন ছবি ‘বাঘা যতীন’এর নতুন লুকের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজের নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন তিনি।

২০০৬ থেকে ২০২৩, দেখতে দেখতে ১৭ ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে ফেলেছেন ‘চ্যালেঞ্জ’ অভিনেতা। দীপক অধিকারী থেকে হয়ে উঠেছেন সকলের প্রিয় দেব। শুনতে অবাক লাগলেও, তাঁর ছবিতে অভিনয় করার পরিকল্পনা ছিল না কখনওই। মুম্বইয়ে আব্বাস-মস্তানের ‘টারজানঃ দ্য ওয়ান্ডার কার’এ সহকারী হিসেবে কাজ করেছিলেন।

Dev, Byomkesh Durgo Rahasya, দেব, ব্যোমকেশ দুর্গ রহস্য

খ্যাতি, প্রশংসা, যশ নয়, বরং নিরন্তর কাজ করতে চেয়েছিলেন আজকের টলি সুপারস্টার দেব। আর ঠিক তেমনটাই হয়েছে। শুধুমাত্র অভিনেতা নন, তিনি আজ সাংসদও। আজ সেই দেবই টলিপাড়ায় ১৭ বছর পূর্ণ করায় একটি বড় ঘোষণা করলেন। যা দেখে বাংলার প্রত্যেক সিনেপ্রেমী মানুষই বেশ খুশি হয়েছে।

শনিবার দেব টুইট করে জানান, ‘ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করার পর অভিনেতা হিসেবে আমার পরবর্তী প্রোজেক্টের কথা ঘোষণা করছি। ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সকলের আশীর্বাদ চাই’।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


স্বাধীনতা সংগ্রামী ‘বাঘা যতীন’এর পর এবার গোয়েন্দা ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে টলি সুপারস্টার দেবকে। সত্যবতীর চরিত্রে কে থাকছেন? দেবের বিপরীতে কি রুক্মিণী মৈত্রকে দেখা যাবে? অভিনেতার এই টুইট উস্কে দিয়েছে একাধিক জল্পনা। যদিও অভিনেতা ছবির কাস্ট নিয়ে কিচ্ছুটি বলেননি। টুইটে লিখেছেন, ধীরে ধীরে পরিচালক, কাস্ট ঘোষণা করা হবে। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’এর অন্যতম প্রযোজকও দেব।

Dev, Byomkesh Durgo Rahasya, দেব, ব্যোমকেশ দুর্গ রহস্য

দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে দেবের। প্রযোজক হিসেবে ‘চ্যাম্প’, ‘কবীর’, ‘টনিক’, ‘কিশমিশ’, ‘প্রজাপতি’র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। শীঘ্রই শুরু হবে ‘বাঘা যতীন’এর শ্যুটিং। এসবের মাঝেই দেবের এই নতুন ঘোষণায় খুশি অভিনেতার অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥