• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেমন কাটল টলিপাড়ার ষষ্ঠী? রইল সেলেবদের জামাইষষ্ঠী ২০২৩ স্পেশাল ছবির অ্যালবাম

Published on:

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh

জ্যৈষ্ঠের কাঁঠাল পাকার গরমের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে  বাংলা জুড়ে চলল জামাইষষ্ঠীর উদযাপন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সমস্ত শ্বাশুড়িরাই মেতে উঠেছিলেন জামাই আদরে। তাই সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। সকালে ফল ভরা বাটা নেওয়া থেকে একটু বেলায় খৈ-চীড়ে খাওয়া কিংবা দুপুরে মাছ,মাংস সহ সুস্বাদু রকমারি রান্না। খামতি ছিল না রাতের খাবারেও। আজ বং ট্রেন্ডের পাতায় থাকল টেলি তারকাদের জামাইষষ্ঠী পালনের ঝলক।

নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা (Neel Bhattacharya & Trina Saha): সবার থেকে একটু আলাদা ভাবেই এবারের জামাই ষষ্ঠী পালন করলেন এই জুটি। একদিন আগেই হাতে বড় একটা মিষ্টি দইয়ের হাঁড়ি নিয়ে চুটিয়ে জামাই আদর উপভোগ করলেন নীল। এদিন নীলের পাতে ছিল পোলাও,চিংড়ি মালাইকারি, মটনসহ নানা পদ। এছাড়া এদিন একটু একটু অন্যরকম ভাবেই একটি বিজ্ঞাপনের জন্য জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি ষষ্ঠী করে শাশুড়িকে নিজের হাতে স্পেশাল মটন রান্না করে খাওয়াতে দেখা গিয়েছে নীলকে।

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh


ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ (Iman Chakraborty& Neelanjan Ghosh): সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বাংলা জুড়ে সবাই যখন জামাইষষ্ঠীর উদযাপনে ব্যস্ত তখন সে তালিকা থেকে বাদ যাননি জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীও। এদিন তাঁর বাবাই তাদের জন্য জামাইষষ্ঠীর আয়োজন করেছিলেন। আদর যত্ন করে নিজের হাতেই বরণ করে নেন নিজের মেয়ে জামাইকে।


অনিন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার (Anindita Roychowdhury & Sudip Sarkar): তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার।  দর্শকরা হয়তো জানেন কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন অনিন্দিতা।  সেই ব্যথা পায়েই এদিন অনেক ঝুঁকি নিয়ে জামাইষষ্ঠী উপলক্ষে শাড়ি পড়ে সেজেগুজে রেডি হয়েছিলেন অভিনেত্রী। এদিন তাঁরা জুটিতে দুটিতে হাজির হয়েছিলেন অভিনেত্রীর চুঁচুড়ার বাড়িতে।

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh

ঋদ্ধিমা ঘোষ এবং অভিনেতা গৌরব চক্রবর্তী (Ridhima Ghosh & Gourab chakraborty): অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ এবং অভিনেতা গৌরব চক্রবর্তীও এদিন জুটি  বেঁধে গিয়েছিলেন জামাইষষ্ঠীর ভুরিভোজ সারতে। এদিন ঋদ্ধিমার বাবাই তাদের বরণ করা থেকে সমস্ত আয়োজন করেছিলেন নিজের হাতে।

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh

গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার  (Gourab Chatterjee Devluna Kumar): প্রতিবারের মতো এবারও জামাইষষ্ঠীর আয়োজনে যোগ দিয়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায়  এদিন ছবিতে দেখা গিয়েছে দেবলীনার মা পাখা দিয়ে বাতাস করে বরণ করে নেন আদরের জামাইকে।

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh

 রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য (Rubel Das Sweta Bhattacharya): এখনও পর্যন্ত বিয়ে না হলেও প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের পরিবারের সঙ্গে বিশেষ করে তার শ্বাশুড়ি মায়ের সাথে বেশ দারুন বন্ডিং রয়েছে অভিনেতা রুবেল দাসের। তাই এদিন তিনিও একটু অভিনব কায়দায় জামাইষষ্ঠীর দিন শ্বাশুড়ি ষষ্ঠীর সেলিব্রেট করে নিজের হাতে শাশুড়িকে মটন কষা রান্না করে খাইয়েছেন।

জামাইষষ্ঠী,Jamaishasthi,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,নীলাঞ্জন ঘোষ,Neelanjan Ghosh,ঋদ্ধিমা ঘোষ,Ridhima Ghosh,গৌরব চক্রবর্তী,Gourab chakraborty,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devluna Kumar,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সুদীপ্তা ব্যানার্জী,Sudipta Banerjee,সৌম্য ঘোষ,Soumya Ghosh

সুদীপ্তা ব্যানার্জী এবং সৌম্য ঘোষ(Sudipta Banerjee Soumya Ghosh):তালিকায় রয়েছেন টলি পাড়ার হাইপ্রোফাইল জুটি সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী তথা রাজ্যের শাসকদলের যুবনেতা সৌম্য ঘোষ।

Sohag Jol Beni Boudi AKA Sudipta Banerjee photo goes viral because of love bite

তবে বিয়ে উপলক্ষে প্রচুর ছুটি দেওয়ায় জামাইষষ্ঠীর দিন ছুটি পাননি দুজনেই। তাই এবছর জামাইষষ্ঠীর  উদযাপনটা সপ্তাহের শেষেই ছুটির দিনে অর্থাৎ রবিবারেই উদযাপন করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥