• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বর্গের মত সুন্দর নীল জলরাশি! অঙ্কুশ-ঐন্দ্রিলা ব্লু লেগুন স্পা খরচ শুনলে আঁতকে উঠবেন

Updated on:

Tollywood stars Ankush Hazra and Oindrila Sen shares photos from their visit of Iceland blue lagoon spa

টলিউডের (Tollywood) দুই নামী তারকা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) যে বাস্তব জীবনে সম্পর্কে রয়েছে তা কারোরই অজানা নয়। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে কবে হবে সেই প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় ভক্তদের মনে। তবে টলিপাড়ার এই সেলেব কাপল আপাতত নিজেদের কাজের ওপরই ফোকাস করেছেন।

কাজ নিয়ে শত ব্যস্ত থাকলেও অঙ্কুশ-ঐন্দ্রিলা কিন্তু একে অপরের জন্য ঠিক সময় বের করে নেন। মাঝেমধ্যেই একসঙ্গে ঘুরতে চলে যান দু’জনে। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ট্রিপের (Trip) একটি বিশেষ ছবি শেয়ার করেছেন ‘লাভ ম্যারেজ’ তারকারা। পোস্টে দেওয়া লোকেশন দেখে জানা গিয়েছে, আইসল্যান্ড (Iceland) ঘুরতে গিয়েছেন দু’জনে।

Ankush Hazra and Oindrila Sen, Ankush Hazra and Oindrila Sen trip

সেখানে গিয়ে আবার আইসল্যান্ডের বিখ্যাত ব্লু লেগুন স্পাও (Iceland blue lagoon spa) করিয়েছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় সেই স্পায়ের ছবি শেয়ার করেছেন দু’জনে। অঙ্কুশ-ঐন্দ্রিলার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নীল জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা।

Oindrila Sen, Iceland blue lagoon spa, Oindrila Sen Iceland blue lagoon spa

অঙ্কুশ-ঐন্দ্রিলা যে ব্লু লেগুন স্পা করিয়েছেন সেটির জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে। আইসল্যান্ডে ঘুরতে আসা প্রায় প্রত্যেক পর্যটক এই স্পা করাতে চান। আইসল্যান্ড গ্রিন্ডাভিক নামের একটি শহরের এক স্বার্টসেঙ্গি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে উপচে পড়া জল থেকে তৈরি করা হয়েছে ব্লু লেগুন। প্রত্যেকদিন প্রায় ৫০০জন পর্যটক এখানে প্রবেশ করতে পারেন। এখানকার উষ্ণ জলে স্নান করার জন্য পর্যটকদের ভালো ভিড় হয়। আগে থেকে যদি স্লট বুক না করে থাকেন তাহলে পরে গিয়ে স্লট পাওয়া কঠিন হয়ে যায়।

Ankush Hazra, Iceland blue lagoon spa, Ankush Hazra Iceland blue lagoon spa

শোনা যায়, বিখ্যাত এই ব্লু লেগুনের জলে প্রচুর পরিমাণে সিলিকা এবং সালফার রয়েছে। এই উষ্ণ জলের তাপমাত্রা হয় ৩৭-৩৯ ডিগ্রির মধ্যে। এখানে নাকি একবার স্নান করলেই চুল ও ত্বকের সকল সমস্যা দূর হয়ে যায়। আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকরা সাধারণত এখানে সকালেই যান। তবে রাত্রিবাসের সুবন্দোবস্তও রয়েছে এখানে।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)


জানা গিয়েছে, ব্লু লেগুনে প্রবেশ করার জন্য ৩টি প্যাকেজ রয়েছে। সবচেয়ে কম প্যাকেজের মূল্য হল ৭৬৬৪ টাকা, এখানে একটি টাওয়েল, একটি সিলিকা মাড মাস্ক এবং একটি ড্রিঙ্ক পাবেন। বাকি দুই প্যাকেজের দাম যথাক্রমে ৯ হাজার এবং ৫২ হাজার টাকার কাছাকাছি। আপনি যদি এখানে এক রাত কাটাতে চান তাহলে খরচ পড়বে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥