• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুভশ্রীর থেকেও প্রিয়, শরীরে চিরতরে নয়নমণির নাম খোদাই করলেন রাজ চক্রবর্তী

Published on:

Raj Chakrborty gets tattoo of son Yuvaan's Name

বলিউডের তারকা সন্তানদের মতোই এখন সমান জনপ্রিয় টলিউডের স্টারকিডরাও। টলি তারকাদের জনপ্রিয় এই স্টারকিডদের তালিকায় প্রথমেই রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Raj Chakraborty & Subhashree Ganguly) একমাত্র পুত্র সন্তান ইউভান (Yuvan)।

গুটি গুটি পায়েই এখন দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে ছোট্ট ইউভান। এখন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দারুন জনপ্রিয় এই তারকা সন্তান। বলতে গেলে জনপ্রিয়তার দিক দিয়ে নিজের বাবা-মা রাজ শুভশ্রীকেও টেক্কা দিতে পারেন এই ক্ষুদে তারকা।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,শুভশ্রী গাঙ্গুলী,Subhaashree Ganguly,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,ইউভান,Yuvan,ট্যাটু,Tattoo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত নিজেদের পেশাদার জীবনে রাজ- শুভশ্রী দুজনেই চূড়ান্ত ব্যস্ত। কিন্তু ব্যস্ততার মাঝেও তারা কিন্তু সময় দিতে ভোলেন না তাদের একমাত্র সন্তান ইউভানকে। কাজের ফাঁকেই এখন তাঁদের জীবনের একমাত্র প্রায়োরিটি ইউভান। তাই ছেলেকে নিয়ে মাঝেমধ্যেই তাঁরা যেমন দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েন তেমনই সুযোগ পেলেই আদরে ভালবাসায় ভরিয়ে রাখেন ইউভানকে।

এবার তেমনই ছেলের নামে এক অভিনব ট্যাটু (Tattoo) করে নেট পাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন রাজ চক্রবর্তী। নিজের হাতে ইউভানের নাম লিখে ট্যাটু করার পাশাপাশি ছেলের ছোট্ট পায়ের ট্যাটুও করেছেন রাজ। আর এই বিষয়টিই বেশ মনে ধরেছে অনুরাগীদের। প্রসঙ্গত জুনিয়র রাজ চক্রবর্তী ইউভান এখন ধীরে ধীরে বেশ বেড়ে উঠেছে।


তবে বড় হওয়ার সাথে সাথে বেড়ে চলেছে তার দুষ্টুমি। বাবা-মা রাজ শুভশ্রীর দৌলাতে মাঝেমধ্যেই সেই সমস্ত মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন নেটিজেনরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥