• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রক্তেই রয়েছে অভিনয়! প্রসেনজিৎ থেকে কোয়েল, নিজেদের প্রতিভার জোরে টলিউডে সফল এই ৮ তারকা সন্তান

Published on:

Tollywood star kids,Tollywood,Prosenjit Chatterjee,Saswata Chatterjee,Koel Mallick,Swastika Mukherjee,Abir Chatterjee,Arjun Chakraborty,Gaurav Chakraborty,Raima Sen,entertainment,টলিউডের স্টার কিড,অর্জুন চক্রবর্তী,গৌরব চক্রবর্তী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,কোয়েল মল্লিক,রাইমা সেন,আবীর চ্যাটার্জি,স্বস্তিকা মুখার্জি,শাশ্বত চ্যাটর্জি,টলিউড,বিনোদন

বলিউডের (Bollywood) মতো টলিউডেও (Tollywood) নেপোটিজম রয়েছে। বহু তারকা মা-বাবা-দিদিমার দেখানো পথ অনুসরণ করে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। কিন্তু পরিচিতি তৈরি করেছেন নিজের অভিনয় দক্ষতার জোরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কোয়েল মল্লিক- তারকা সন্তান হলেও নিজেদের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সেই পরিচয়কে পিছনে ফেলে দর্শকদের কাছে নিজেদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। আজকের প্রতিবেদনে টলিপাড়ার এমনই ৮ তারকা সন্তানের (Star kids) নাম তুলে ধরা হল যারা নিজেদের অভিনয় দক্ষতার জোরে ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee-Prosenjit Chatterjee) – বলিউড- টলিউড কাঁপানো অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হলেন প্রসেনজিৎ। তবে বুম্বাদা ইন্ডাস্ট্রিতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। বায়ক থেকে শুরু করে খলনায়ক- সব ধরণের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। তারকা সন্তান হলেও ইন্ডাস্ট্রিতে তিনি অভিনয় ক্ষমতার জোরেই সফল।

Biswajit Chatterjee Prosenjit Chatterjee

শুভেন্দু চ্যাটার্জি এবং শাশ্বত চ্যাটার্জি (Subhendu Chatterjee-Saswata Chatterjee)- ‘অরণ্যের দিনরাত্রি’, ‘ছদ্মবেশী’সহ বহু সুপারহিট বাংলা ছবিতে অভিনয় করা সুদর্শন অভিনেতা শুভেন্দু চ্যাটার্জিকে কার না মনে আছে? সেই অভিনেতারই ছেলে হলেন শাশ্বত। তবে স্টারকিড হলেও শাশ্বত নিজের অভিনয় ক্ষমতার জোরে টলিউড-বলিউডে সফল। নায়ক, খলনায়ক, কমেডি- সব ধরণের চরিত্রে অভিনয় করে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন তিনি।

Subhendu Chatterjee Saswata Chatterjee

রঞ্জিৎ মল্লিক এবং কোয়েল মল্লিক (Ranjit Mallick-Koel Mallick)- টলি ডিভা কোয়েলের নামও এই লিস্টে রয়েছে। ‘নাটের গুরু’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিৎ মল্লিকের কন্যা। প্রথম ছবি থেকেই হয়ে উঠেছিলেন দর্শকদের নয়নের মণি। সেই কারণেই এত বছর ধরে টলিউডের সেরা অভিনেত্রীর শিরোপা কিন্তু ধরে রেখেছেন কোয়েল।

Ranjit Mallick Koel Mallick

সুচিত্রা সেন এবং রাইমা সেন (Suchitra Sen-Raima Sen)- ‘মহানায়িকা’ সুচিত্রা সেনকে যদি বাংলা সিনেমার ‘সম্রাজ্ঞী’ বলা হয় তাহলে মোটেই অত্যুক্তি হবে না। এখনও টলিউড দ্বিতীয় সুচিত্রা সেন পায়নি। কোনোদিন পাবে কিনা তাও সন্দেহ। সেই কিংবদন্তি অভিনেত্রীর নাতনি রাইমা সেনও টলিপাড়ার বেশ পরিচিত মুখ। পাশাপাশি কাজ করছেন বলিউডেও। তাই একথা বললে মোটেও অত্যুক্তি হবে না যে তারকা সন্তান হলেও রাইমা কিন্তু নিজের অভিনয় গুণেই আজ এত সফল।

Suchitra Sen Raima Sen

সন্তু মুখার্জি এবং স্বস্তিকা মুখার্জি (Santu Mukherjee-Swastika Mukherjee)- বাংলা সিনেমা, সিরিয়াল এবং নাটকের দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন সন্তু। অনেকেই হয়তো জানেন না, এই নামী অভিনেতার কন্যা হলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। আর আজ নিজের প্রতিভার জোরে টলিউডের পাশাপাশি বলিউডও কাঁপাচ্ছেন তিনি।

Santu Mukherjee Swastika Mukherjee

সব্যসাচী চক্রবর্তী এবং গৌরব ও অর্জুন চক্রবর্তী (Sabyasachi Chakraborty-Gaurav Chakraborty-Arjun Chakraborty)– বাবা সব্যসাচীর মতোই গৌরব এবং অর্জুনও ছোটপর্দা থেকেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন। ‘গানের ওপারে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল দুই ভাইকে। আর এখন তো বাংলা সিনেমারও পরিচিত মুখ তাঁরা। সব্যসাচীর ছেলে হলেও নিজেদের অভিনয়ের জোরেই আজ স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন গৌরব এবং অর্জুন।

Sabyasachi Chakraborty Gaurav Chakraborty Arjun Chakraborty

ফাল্গুনী চ্যাটার্জি এবং আবীর চ্যাটার্জি (Phalguni Chatterjee-Abir Chatterjee)- অনেকেই হয়তো জানেন না, আবীরও কিন্তু একজন তারকা সন্তান। তাঁর পিতা ফাল্গুনী চ্যাটার্জি বাংলা সিনেমা, টেলিভিশন এবং থিয়েটারের দুনিয়ার অত্যন্ত পরিচিত একজন মুখ ছিলেন।

Falguni Chatterjee Abir Chatterjee

আবীর বহুবার বলেছেন তাঁর অনুপ্রেরণা হল তাঁর পিতা। জানিয়ে রাখি, ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করার পর আবীর এখন টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হয়ে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥