বলিউড হোক বা টলিউড (Tollywood)- নেপোটিজম বিতর্কে বরাবর সরগরম থেকেছে সব ইন্ডাস্ট্রি। বারবার অভিযোগ উঠেছে, বিনোদন ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানদের (Star kids) সুবিধা পাইয়ে দেওয়া হয়। প্রতিভা না থাকলেও শুধুমাত্র স্টারকিড বলে একের পর এক কাজের সুযোগ পান তাঁরা। তবে সবসময় কিন্তু এমনটা হয় না। টলিউডেই এমন অনেক স্টারকিড রয়েছেন যারা অসম্ভব প্রতিভাবান। সাফল্যের নিরিখে ছাপিয়ে গিয়েছেন নিজেদের মা-বাবাকেও।
রাইমা সেন (Raima Sen)- ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের মেয়ে হলেন রাইমা সেন। দিদিমা ছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। তবে মুনমুন অভিনেত্রী হিসেবে নিজের মায়ের মতো সাফল্য পাননি। তবে সাফল্যের নিরিখে দিদিমাকে ছুঁতে না পারলেও, নিজের মা-কে ছাপিয়ে গিয়েছেন মুনমুন কন্যা রাইমা। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)- বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র হলেন প্রসেনজিৎ। বিশ্বজিৎ নিজের সময়কার অত্যন্ত বড় একজন তারকা ছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো নামডাক ছিল তাঁর। তবে জনপ্রিয়তার নিরিখে বাবাকেও ছাপিয়ে গিয়েছে বুম্বাদা। টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। প্রসেনজিৎ এতটাই সফল যে তাঁকেই ‘ইন্ডাস্ট্রি’ আখ্যা দিয়েছেন অনুরাগীরা।
আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)- অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পুত্র হলেন আবীর চট্টোপাধ্যায়। ফাল্গুনীবাবু ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। কয়েক মাস আগে অবধি স্টার জলসার ‘ধুলোকণা’ সিরিয়ালে লালনের বাবার চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে জনপ্রিয়তার নিরিখে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন আবীর। টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। পাশাপাশি বলিউডেও কাজ করে ফেলেছেন এই বঙ্গ তনয়।
ঋদ্ধি সেন (Riddhi Sen)- চিত্রা সেনের নাতি, কৌশিক এবং রেশমি সেনের পুত্র ঋদ্ধির নামও তালিকায় রয়েছে। খুব কম বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঋদ্ধির। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। টলিউড থেকে শুরু করে বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করে ফেলেছেন তিনি। এত কম বয়সেই জিতে ফেলেছেন জাতীয় পুরস্কার।
ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)- টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন শান্তিলাল মুখোপাধ্যায়। কখনও ভিলেন হিসেবে, কখনও আবার নায়ক-নায়িকার বাবার চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। সেই শান্তিলালবাবুর পুত্র ঋতব্রতর নামও তালিকায় রয়েছে।
ঋদ্ধির মতো খুব কম বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঋতব্রতরও। প্রথম ছবির পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এত কম বয়সেই টলিউডের সেরা অভিনেতাদের তালিকায় স্থান করে নিয়েছেন ঋতব্রত।