• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বিয়ের আগে প্রাক্তন বউ অনিন্দিতার প্রশ্নবানে বিদ্ধ গৌরব ও তার হবু বউ দেবলীনা

Published on:

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি (gourab chatterjee)। টলিউডের রঙ্গবতি দেবলীনা কুমারের (devlina kumar) সঙ্গে শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। নতুন ভাবে দাম্পত্য শুরু করলেও তার প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসুর সঙ্গে তার সম্পর্ক একেবারে মুছে যায়নি, বরং সমীকরণ খানিকটা বদলেছে। সূত্রের খবর, আগামী ৯ই ডিসেম্বর দেবলীনা কুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন গৌরব চ্যাটার্জি। কিন্তু তার আগেই হবু বউকে নিয়ে প্রাক্তন স্ত্রী অনিন্দিতার মুখোমুখি হতে হল গৌরবকে। ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের মথুর ওরফে গৌরবকে কার্যত প্রশ্নবাণে বিদ্ধ করলেন অনিন্দিতা।

যদিও অপ্রীতিকর এই অবস্থাকে তিনজনই কড়া হাতে সামাল দিয়েছেন তা বলাই বাহুল্য। আসলে SVF এর প্রযোজিত ইস্ট টাইল (East style) নামক একটি চ্যাট শো-এর সঞ্চালক গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। সম্প্রতি এই শোয়ের-ই একটি বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন গৌরব দেবলীনা। আর সেখানেই প্রাক্তন স্বামীকে নানান প্রশ্ন করেন অনিন্দিতা। অন ক্যামেরা গৌরবও হাসি মুখেই একের পর এক উত্তর দিতে থাকেন।

ইতিমধ্যেই দর্শকদের মনে বেজায় দাগ কেটেছে এই পর্ব। শোয়ে গৌরব দেবলীনার প্রেম, তাদের প্রথম সাক্ষাৎ, দুজনের দুজনকে নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কেও জানতে চান সঞ্চালক। গৌরব জানান রাতে দেবলীনার বারান্দায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার অভিজ্ঞতা, অন্যদিকে দেবলীনাও জানান গৌরব শর্টস পরা কতটা অপছন্দ করেন। এরপরেই দেবলীনা গৌরবকে নানান খেলা খেলতে দেন অনিন্দিতা। তাদের একে অপরকে সাজাতে বলা হয়, সব্জী এনে দাম জানতে চাওয়া হয়। সবটাই মজাচ্ছলেই ঘটে। অন্যদিকে সবশেষে শোয়ে সারপ্রাইজের মত হাজির হন অনিন্দিতার বর্তমান স্বামী সৌরভ।

প্রসঙ্গত, এটা গৌরবের দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুকে বিয়ে করলেও সেই বিয়ে সুখকর হয়নি। ৩ বছরের মাথাতেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরেই দেবলীনার সঙ্গে আলাপ এবং চুটিয়ে প্রেম। অবশেষে পরিণতি পেতে চলেছে গৌরব দেবলীনার সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥