• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলি নায়িকাদের প্রতিবেশী হতে চান? রইল শুভশ্রী-রচনার আবাসনের ফ্ল্যাটের দাম সহ ঠিকানা

Published on:

Tollywood star Dev to Subhashree Urbana flat price

বলিউড হোক কিংবা টলিউড (Tollywood) বিনোদন জগতের সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল জীবন যাপনের প্রতি বরাবরই কৌতুহল থাকে অনুরাগীদের। তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তো বটেই সেই সাথে তাদের চোখ ধাঁধানো অন্দরমহলের একবার অন্তত উঁকি দেওয়ার ইচ্ছা রয়েছে সকলেরই। বলিউডের কথা বললে শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসার সামনে তো ভক্তদের আনাগোনা লেগেই থাকে।

সেখানেই থাকেন বলিউডের বাদশা আর শাহেনশারা। টলিউডের ক্ষেত্রে এখনকার বেশিরভাগ জনপ্রিয় তারকাদেরই একটাই ঠিকানা তা হল বাইপাসের ধারে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল আবাসন আরবানা। গগনচুম্বী এই তাওয়ারগুলির বিভিন্ন ফ্ল্যাটে বসবাস করে করেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী-শ্রাবন্তী মত জনপ্রিয় অভিনেত্রীরা।

টলিউড,Tollywood,দেব,Dev,শুভশ্রী,Subhashree,শ্রাবন্তী,Shrabanti,রচনা,Rachna,আরবানা,Urbana,ফ্ল্যাটের দাম,Flat Price

কিছুদিন আগে সেখানেই শুভশ্রীর প্রতিবেশী হয়ে এসেছেন তার প্রাক্তন প্রেমিক তথা টলিউড অভিনেতা দেব অধিকারী। প্রশস্ত ঘর সেই সাথে একাধিক সুযোগ-সুবিধা সম্পন্ন তারকাদের এই অন্দরমহলের ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মধ্যেই দেখার সুযোগ হয়ে থাকে দর্শকদের।

ঘরের প্রতিটা কোণার ইন্টিরিয়র ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই একেবারে দেখার মত। একেবারে রাজকীয় কায়দায় সাজানোঘরগুলির দিকে নজর পড়তেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আরও কিছুক্ষণ। তবে কথাতেই আছে যত গুড় তত মিষ্টি।

টলিউড,Tollywood,দেব,Dev,শুভশ্রী,Subhashree,শ্রাবন্তী,Shrabanti,রচনা,Rachna,আরবানা,Urbana,ফ্ল্যাটের দাম,Flat Price

তাই খুব স্বাভাবিকভাবেই চোখ বাঁধানো বিলাসবহুল এই আবাসন গুলির দামও একেবারে আকাশ ছোঁয়া। জানা যায় এই বিলাসবহুল আবাসনে একটি ২ BHK ফ্ল্যাটের মূল্যই নাকি প্রায় আড়াই-তিন কোটি। এছাড়া ৩ BHK এবং ডুপ্লেক্স ফ্ল্যাটের দাম শুনলে তো চোখ একেবারে কপালে উঠবে মধ্যবিত্তের। তাই এই বিলাসবহুল কমপ্লেক্সে ফ্লাট কেনা এখনকার যে কোনো টলি তারকাদের কাছে স্বপ্নের মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥