• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্ল্যাটের টাকায় হয়ে যাবে বিশ্বভ্রমণ! দেব-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটের দাম শুনলে আঁতকে উঠবে আমজনতা

Published on:

Tollywood star Dev Subhashree Ganguly Rachana Banerjee home in Urbana Complex flat price

Urbana Complex: বিনোদন দুনিয়ার তারকা মানেই তিনি সর্বদা থাকবেন লাইমলাইটে। কর্মজীবন তো বটেই, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ ব্যাপক। প্রিয় শিল্পী কোথায় থাকেন, কী পছন্দ করেন, সব কিছু জানা চাই তাঁদের। আর যদি টলিপাড়ার সেলেবদের (Tollywood Stars) অন্দরমহলের খুঁটিনাটি জানতে চান, তাহলে আপনার উঁকি দিতে হবে কলকাতার (Kolkata) আরবানা কমপ্লেক্সে (Urbana Complex)।

মুম্বইয়ে যেমন শাহরুখ-সলমনদের মন্নত-গ্যালাক্সি আছে, তেমনই কলকাতায় আছে আরবানা। বাইপাসের ধারে গড়ে উঠেছে বিলাসবহুল এই হাইরাইজটি। টলিপাড়ার একাধিক জনপ্রিয় তারকা থাকেন এই বহুতল আবাসনে। টলিউড সুপারস্টারদের অন্দরের খবর জানতে হলে ঢুঁ মারতে হয় এখানেই। তাই স্বাভাবিকভাবেই আমজনতার মধ্যে এই বহুতল নিয়ে কৌতুহলও ব্যাপক।

Urbana, Urbana complex, Urbana flat price, Urbana complex flat price

এমন অনেকে আছেন যারা প্রিয় তারকাকে একবার দেখার জন্য আরবানায় ঢুকতে চান। কেউ কেউ আবার এই বহুতল আবাসনে ফ্ল্যাট কেনার স্বপ্নও দেখেন। তবে আপনি কি জানেন, দেব-শুভশ্রীরা যেখানে থাকেন সেই আরবানার একটা ফ্ল্যাটের দাম (Price) কত? টাকার অঙ্কটা শুনলে চমকে যাবেন নিশ্চিত।

টলিপাড়ার একাধিক তারকার পাশাপাশি আরবানায় অনেক শিল্পপতির ফ্ল্যাটও রয়েছে। এছাড়া এখানে অনেক এনআরআই ব্যক্তিত্বরাও থাকেন বলে খবর। সব মিলিয়ে, হাইপ্রোফাইল সব মানুষজনের বাস এই বহুতল আবাসনে। সেই জন্য নিশ্চয়ই বুঝতেই পারছেন, এখানে ফ্ল্যাট কিনতে গেলে পকেটটা বেশ ভারী হতে হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আরবানার একটা 2BHK ফ্ল্যাটের (Flat) দাম প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। 3BHK কিংবা ডুপ্লেক্সের দাম মূলত সাধারণ মানুষের নাগালের বাইরে।

Urbana, Urbana complex, Urbana flat price, Urbana complex flat price

টলিপাড়ার তারকাদের কাছে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনাটা তেমন কোনও বড় ব্যাপার নয়। সেই জন্য আরবানা বাসস্থান হয়ে উঠেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীর। সেই তালিকায় নাম রয়েছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) থেকে শুরু করে দেব (Dev), রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। এছাড়া পরিচালক অরিন্দম শীল (Arindam Shil), শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chatterjee) এই বিলাসবহুল আবাসনেই থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥