• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউটিউব-ওটিটির ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে পুজোর গান! মা আসার আগে প্রশ্ন তুললেন মিস জোজো

‘মা আসছে’, ‘মা আসছে’ করেই বাঙালিদের সারা বছর কেটে যায়। আর মাসখানেকও বাকি নেই পুজো (Durga Puja) শুরু হতে। এখন থেকেই বাতাসে পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে। একটা সময় ছিল যখন পুজো আসার আগে থেকেই পুজোও স্পেশ্যাল নতুন গানের অ্যালবাম রিলিজ করতো। প্রিয় গায়ক-গায়িকার দুর্গা পুজো স্পেশ্যাল গান (Puja Special Song) শুনতে শ্রোতাদের মধ্যেও চাহিদা থাকতো বিপুল।

এখন কি সেই একই উন্মাদনা রয়েছে শ্রোতাদের মধ্যে? নাকি ওটিটি, ইউটিউব এবং মিউজিক ভিডিওর ভিড়ে ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে পুজোর গানের ম্যাজিক? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্নই রাখা হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিস জোজোর (Miss Jojo) কাছে। উত্তর দিতে গিয়ে পুজোর গান নিয়ে একাধিক কথাও বলেন তিনি।

   

Miss Jojo, Jojo Mukherjee on Durga Puja special songs

জোজো বলেন, ‘প্রায় ছয় বছর পর আমি পুজোর সময় আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই জন্য বেশ ভালো লাগছে। আমার কাছে এখনও পুজোর গানের সেই বিশেষত্বটা রয়ে গিয়েছে। মুছে যায়নি’। তবে গায়িকার কাছে পুজোর গানের পুরনো বিশেষত্বটা থাকলেও, শ্রোতাদের কাছে কিছুটা কমেছে তা স্বীকার করে নেন তিনি।

মিস জোজো বলেন, ‘এখন সারা বছর ধরে সঙ্গীতশিল্পীরা নানান ধরণের গান তৈরি করেন। বছরের বিভিন্ন সময় তাঁদের সিঙ্গলস বের হয়। সেই কারণে হয়তো একটু চাহিদা কমেছে। কিন্তু আমার কাছে সেই পুজোর গন্ধটা এখনও রয়ে গিয়েছে। এই বছরও তাই একটা ভিডিও রেকর্ড করেছি। সম্প্রতি বাড়ি পরিবর্তন করলাম বলে ভিডিওর কাজটা একটু বাকি রয়েছে’।

Miss Jojo, Jojo Mukherjee on Durga Puja special songs

খুব বেশিদিন হয়নি ছেলের জন্য নতুন ফ্ল্যাট কিনেছেন জোজো। তিনি জানান, টালিগঞ্জের বাড়িটা ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য কামালগাজিতে নতুন ফ্ল্যাটে চলে এসেছেন। এখন এটাই তাঁর নতুন আস্তানা। সাড়ে তিন বছরের পুত্র সন্তান যাতে খেলার সঙ্গী পায় সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা। নতুন বাড়ি একটু গোছানো হলেই ফের নিজের ভিডিওর কাজে মন দেবেন তিনি।