• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি তো বিবাহিত’, জোরাজুরির মুখে গোপনে বিয়ের কথা স্বীকার করলেন দেব!

Published on:

I am Married Says Dev after asking about Marriage

বিনোদন জগতে এখন বিয়ের ধুম। একের পর এক বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় সব তারকারা। এবার সেই তালিকায় রয়েছেন টলিউডের (Tollywood) সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari)। ইন্ডাস্ট্রির ব্যস্ততম এই অভিনেতার কাছে অনুরাগী থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবার প্রশ্ন একটাই।

কবে বিয়ে (Marriage) করছেন তিনি? আসলে দেখতে দেখতে বেশ অনেক বছরই হল অভিনেত্রী রুক্মিণী মিত্রের (Rukmini Mitra) সাথে সম্পর্ক রয়েছে দেবের। এই সম্পর্কের কথাও শুরু থেকে আজ পর্যন্ত কোনদিনও আড়াল করেননি দেব-রুক্মিণী দুজনেই। বেশ খুল্লাম খুল্লা প্রেম করছেন তারা।

টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বিয়ে,Marriage,রুক্মিণী মিত্র,Rukmini Mitra

এছাড়া দেবের বেশিরভাগ সিনেমাতেই নায়িকা হয়ে থাকেন রুক্মিণী। এছাড়া বছরে দু-তিনবার দেশ-বিদেশের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরতেও যান জুটিতে দুটিতে। কিন্তু সবার একটাই প্রশ্ন সবই যখন হচ্ছে তাহলে বিয়ে শুভ কাজে দেরি কেন?

কিন্তু এরই মাঝে কার্যত বোমা ফাটিয়ে দেব জানালেন তিনি বিবাহিত। কিন্তু দেবের বিয়ে হয়েছে কার সাথে? তা শুনলে চমকে যাবেন সবাই। এমনিতে দেবের বিয়ের কথা শুনলে সবার মনে প্রথমে একটাই নাম আসে। তিনি হলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মিত্র।

Dev and Rukmini Maitra

তাই সবাই যখন ভাবছেন দেব বোধ হয় সত্যিই রুক্মিণীকেই লুকিয়ে বিয়ে করেছেন তখন এদিনও সবাইকে হতাশ করেই দেব জানিয়েছেন জানিয়েছেন তিনি বিবাহিত। তবে তার কাজের সাথে। আসলে অভিনয় থেকে প্রযোজনা কিংবা জনসেবা সারা বছরেই ঠাসা কাজ থাকে দেবের হাতে।

তাই নিজের কাজ নিয়েই বছরভর ব্যস্ত থাকেন টলিউডের  এই ব্যস্ততম অভিনেতা। তবে রুক্মিনীর সাথে পর্দায় দেবের একাধিকবার বিয়ে হলেও এবার দর্শক চাইছেন তাঁদের বিয়েটা বাস্তবেও হোক। বর্তমানে দেব-রুক্মিণী দুজনেই ব্যস্ত রয়েছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে। এই সিনেমায় প্রথমবার ব্যোমকেশ বক্সীর মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন দেব। আর তাঁর বিপরীতেসত্যবতীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥