সিনেমা (Tollywood Movie) হোক বা সিরিয়াল- যে কোনও প্রোজেক্টের জনপ্রিয়তার পিছনে নায়কের (Hero) ভূমিকা থাকে অনেকখানি। নায়ক পছন্দের হলে সিরিয়াল কিংবা সিনেমার জনপ্রিয়তাও কয়েক গুণ বেড়ে যায়। সেই জন্য হিরো নির্বাচনের সময় অত্যধিক গুরুত্ব আরোপ করে থাকেন নির্মাতারা। কিন্তু শেষ মুহূর্তে সেই নায়ক বদলে গেলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায় দর্শকদের।
প্রত্যেকটি প্রযোজনা সংস্থার (Production House) একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লক্ষ্য তাঁদের পূরণ করতে হয়। সেটা যদি না হয় তাহলে প্রযোজনা সংস্থা ক্ষতি সম্মুখীন হয়। সেই ক্ষতি থেকে বাঁচতেই এবার তাই বাধ্য হয়ে জনপ্রিয় নায়ককে বাদ দিয়ে নতুন এক হিরোকে নির্বাচন করলো প্রযোজনা সংস্থা।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতা (Illness) ভুগছে নায়ক। যে কারণে তিনি শ্যুটিং করতে পারছেন না। প্রযোজনা সংস্থার থেকে বেশ কিছুদিন সময়ও নিয়েছিলেন অভিনেতা। সেই জন্য আরও বেশ কিছুটা সময় তাঁর শ্যুটিং পিছিয়ে যায়। কিন্তু অভিনেতার সম্পূর্ণ সুস্থ হয়ে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে। সেই জন্য শেষ পর্যন্ত প্রোজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হল তাঁকে।
শারীরিক অসুস্থতার কারণে টলি সুপারস্টার জিতের (Jeet) নতুন সিনেমা ‘বুমেরাং’ (Boomerang) থেকে বাদ পড়লেন জনপ্রিয় অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। কয়েকদিন আগেই ‘বল্লুভপুরের রূপকথা’ অভিনেতার কনজেংটিভাইটিং ধরা পড়েছিল। অভিনেতার সুস্থ হতে আরও বেশ কিছুটা সময় লাগছে। সেই কারণেই ‘বুমেরাং’এ কাজ করার সুযোগ হারাতে হলো অভিনেতাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে সত্যম ‘বুমেরাং’ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। অভিনেতা জানান, প্রযোজক, পরিচালক এবং তিনি- সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গেই নিজের পোস্টে সিনেমার সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সত্যম সরে দাঁড়ানোর পর এখন শোনা যাচ্ছে, তাঁর পরিবর্তে অভিনেতা সৌরভ দাসকে ‘বুমেরাং’এ নেওয়া হবে। জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে। নিঃসন্দেহে একটি বড় সুযোগ হাতছাড়া হল সত্যমের। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অনুরাগীরা।