• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেরা করলে মিলবে বাহবা, মেয়েরা করলেই চরিত্র নিয়ে প্রশ্ন! রণবীরের নগ্ন ছবি দেখে প্রশ্ন মিমির

নগ্নতা নিয়ে চর্চা কম নয় না সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে টলিউড থেকে বলিউডের অভিনেত্রীদের বোল্ড ফটোশুট নিয়ে হামেশাই চর্চা লেগে থাকে। কখনো সামান্য অন্তর্বাস যদি প্রকাশ্যে এসেছে তৎক্ষণাৎ ভাইরাল হয় পরে সেই ছবি বা ভিডিও। তবে সম্প্রতি সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট সারলেন রণবীর সিং (Ranveer Singh)। যা দেখে একপ্রকার থ হয়ে গিয়েছে নেটপাড়া। তবে এমন নগ্ন ফটোশুটে প্রশ্ন তুললেন টলিউডের মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

রণবীর নিজের নগ্ন ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই সেটা আগুনের মত ছড়িয়ে পড়েছে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্রই সুপার ভাইরাল রণবীরের নগ্ন ফটোশুট। ছবিতে লক্ষ লক্ষ প্রতিক্রিয়া কেউ লাভ রিয়্যাক্ট করেছেন তো কেউ আবার আগুনের ইমোজি দিয়েছেন। অর্থাৎ প্রশংসায় ভরে গিয়েছে রণবীরের ফটোশুট।

   

Mimi Chakraborty questions on Ranveer SIngh Naked Photoshoot 1

কিন্তু এখানেই প্রশ্নটা তুলেছেন বাঙালি অভিনেত্রী। মিমির মতে, ‘শুধু ভাবছি যদি দৃশ্যটা একটু অন্য রকম হাত। এখন যদি একজন নগ্ন নারী থাকত তাহলেও কি এমন প্রশংসা আসত? নাকি তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠত?’ একেবারে সোজাসুজি প্রশ্ন ছুড়েছেন অভিনেত্রী। মিমির প্রশ্ন, নারী ক্ষমতায়ন নিয়ে তো অনেক কথাই বলা হয়। এমনকি সমান অধিকার থেকেই সমতার চর্চা নিয়ে আন্দোলন পর্যন্ত হয়। কিন্তু সেই সমান অধিকার কোথায়?

Mimi Chakraboary,Ranveer Singh,Ranveer Singh Naked Photoshoot,রণবীর সিং নং ফটোশুট,মিমি চক্রবর্তী,নগ্ন ফটোশুট,বলিউড,Ranveer Singh Viral Photoshoot,Ranveer Sing Naked Photos Viral

তবে রণবীর কিন্তু প্রথম নগ্ন ফটোশুট করেননি। এর আগে মিলিন্দ সোমেন নগ্ন ফটোশুট থেকে শুরু করে সমুদ্রের ধরে দৌড়েছেন। সেই ছবি ও ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছিল। সাথে তুমুল চর্চা শুরু হয়েছিল। তবে সেই প্রসঙ্গ এখন একপ্রকার অতীত। বর্তমানে রণবীরের নগ্ন ফটোশুটই রীতিমত ট্রেন্ডিংয়ে চলছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, নগ্ন ফটোশুট নিয়ে রণবীর কাপুর নিজের মন্তব্য জানিয়েছেন। তাঁর মতে শারীরিকভাবে নগ্ন হয়ে ফটোশুট করাটা তেমন কোন ব্যাপার না। কিন্তু এমন অনেক চরিত্র রয়েছে যেখানে অভিনয়ের জন্য তাঁকে একপ্রকার মানসিকভাবে নগ্ন হতে হয়েছে। রণবীরের মত শারীরিক না মানসিক ভাবে নগ্ন হওয়াটাই আসল নগ্নতা। তাই তিনি জোর গলাতেই দাবি করেছেন, হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে নগ্ন হতে কোনো সমস্যা নেই তাঁর। কিন্তু এতে বাকিদের অস্বস্তির কারণ তৈরী হয়ে যাবে।