• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮ বছর পর আবারও একসাথে দেব-শুভশ্রী! ভিডিও ভাইরাল হতেই আবেগপ্রবণ ভক্তরা

Published on:

Tollywood industry's ex-couple Dev-Subhashree again meet with each other

বিচ্ছেদের ৮ পর আবার একে অপরের মুখোমুখি টলিউডের (Tollywood) প্রাক্তন জুটি (Ex-Couple) দেব-শুভশ্রী (Dev-Subhashree)। সম্প্রতি টিভি নাইন বাংলার তরফে আয়োজিত আওয়ার্ড ফাংশানে ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ইন্দুবালা ভাতে হোটেল’ সিরিজের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এদিন রাজ ঘরণীর হাতে সেই পুরস্কার তুলে দেন তাঁর প্রাক্তন প্রেমিক তথা টলিউড সুপারস্টার দেব অধিকারী।

প্রসঙ্গত দেব শুভশ্রীর সম্পর্ক ভাঙার পর তাঁরা একে অপরের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তবে দুজনেই একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় এখন  মাঝেমধ্যেই বিভিন্ন পার্টি কিংবা অ্যাওয়ার্ড ফাংশনে এক ফ্রেমে ধরা পড়েন দুজনেই। আর সেই সুবাদেই একে অপরের সাথে শুধুমাত্র সৌজন্যতাটুকু বজায় রেখেছেন তাঁরা।

টলিউড,Tolywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,সম্পর্ক,Relationship,প্রাক্তন জুটি,Ex Couple,পুরস্কার,Award,ভাইরাল ভিডিও,Viral Video

সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল শুভশ্রীর হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়ার সময় হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করেছেন দেব। আর এই  বিশেষ মুহূর্ত এখন ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত একসময় দেব-শুভশ্রীর সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট।  যদিও সম্পর্কে থাকাকালীন তাঁদের দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

তবে তাঁদের মধ্যে যে সম্পর্ক ছিল তা বেশ ভালোই পরিষ্কার হয়েছিল তাঁদের ব্রেকআপের পর। তবে কথায় আছে সময় কারো জন্য থেমে থাকে না। তাই সময়ের নিয়মেই তাঁরা দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের ব্যক্তিগত জীবনে। একদিকে শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন।

টলিউড,Tolywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,সম্পর্ক,Relationship,প্রাক্তন জুটি,Ex Couple,পুরস্কার,Award,ভাইরাল ভিডিও,Viral Video

অন্যদিকে শুভশ্রর সাথে বিচ্ছেদের পর দেবও জড়িয়েছেন নতুন সম্পর্কে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মিত্রের সাথে দীর্ঘ সাত বছরের সম্পর্ক তাঁর। তবে দেব-শুভশ্রী এই জুটিটার সাথে জড়িয়ে আছে অনেকের ছোটবেলা। একটা সময় সিনেমাতে তাঁদের  রোমান্স দেখে বড় হয়েছে একটা গোটা জেনারেশন।

এদিন দেবের হাত থেকে শুভশ্রীর পুরস্কার নেওয়ার এই বিশেষ মুহূর্তক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘সব ভালোবাসা যেমন রূপকথা হয় না, সব জুটিও তেমন দেব শুভশ্রীর মত হয় না। তাদের আবার দেখা হল ৮ বছর পর। দেব শুভশ্রী কে সেরা অভিনেত্রীর পুরস্কার দিলেন’।

এদিন  প্লাটফর্মের ইন্দুবালার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খোদ অভিনেত্রী শুভশ্রীয নিজেও। তাই সোশ্যাল মিডিয়ায় সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেও। তবে তার সেই ছবিতে কোথাও দেখা গেল না দেবকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥