• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হলেন সৃজিত মুখোপাধ্যায়! ছেলে হল নাকি মেয়ে? পরিচালককে শুভেচ্ছায় ভরালেন ভক্তরা

Published on:

Tollywood director Srijit Mukherji welcomes his daughter Ulupi

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের মধ্যে একজন হলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। দর্শকদের একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি সেই পরিচালকই বাবা হলেন! সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সৃজিত। পরিচালক (Director) লেখেন, ‘তোমায় স্বাগত জানাই উলুপি। আমাদের জীবন চিরকালের মতো বদলে গেল’। কন্যার বাবা হয়েছেন পরিচালক। সম্প্রতি মেয়েকে বাড়ি নিয়ে এসেছেন। এখন তাঁকে নিয়েই সময় কেটে যাচ্ছে ‘বাইশে শ্রাবণ’ ডিরেক্টরের। ‘মহাভারতে’র একটি সাপের নাম থেকে মেয়ের নাম রেখেছেন তিনি।

Srijit Mukherji welcomes a python to his home

সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে সুখবর দেওয়ার পর থেকে সৃজিতকে শুভেচ্ছায় ভরিয়ে দেন ভক্তরা। অনেকেই কন্যার ছবি দেখানোর অনুরোধ করেন। এমনই একজনের কমেন্টে পরিচালক জবাব দিয়েছেন, ‘বাচ্চাদের ছবি দেওয়াটা ঠিক নয়। আর একটু বড় হোক তারপর দেব’।

তবে এখানে বলে দিই, সৃজিতের কন্যা কিন্তু মানুষ নয়। উলুপি (Ulupi) পরিচালকের পোষ্য। তবে তাকে সন্তানের মতো করেই আপন করে নিয়েছেন সৃজিত। তবে এখন প্রশ্ন হল, মানুষ না, তাহলে উলুপি কি? সে কিন্তু বিড়াল, কুকুর কিংবা খরগোশ অথবা পাখি নয়। শুনলে হয়তো অবাক হবেন, ‘মহাভারতে’র উলুপির মতো সৃজিতের বাড়ির উলুপিও একটি সাপ! তাও একেবারে পাইথন (Python)!

Srijit Mukherji

সম্প্রতি কলম্বিয়া থেকে উলুপিকে নিয়ে এসেছেন জনপ্রিয় পরিচালক। এই খবর জানাজানি হতেই অনেকে বেশ চমকে গিয়েছেন। কেউ কেউ তো আবার লেক গার্ডেন্স ত্যাগ দেওয়ার কথাও বলছেন! এই প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে সৃজিতের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক বলেন, ‘আপনারা ঠিকই শুনেছেন, আমি বাড়িতে একটি পাইথন এনেছি’।

তবে অনুমতি ছাড়া বাড়িতে পাইথন রাখা যায় না। এই প্রসঙ্গে পরিচালক জানান, তাঁর সকল অনুমতি নেওয়া আছে। অনুমতির সব কাগজপত্র রয়েছে তাঁর কাছে। প্রসঙ্গত, ২০১৯ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিত। মিথিলার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। সেই কন্যাকে ভীষণ ভালোবাসেন পরিচালক। দু’জনের বন্ডিং দারুণ। এবার তাঁদের এই পরিবারে আগমন ঘটলো উলুপির। আশা করা যায়, দুই কন্যাকে নিয়ে ভালোই সময় কাটবে সৃজিতের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥