• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডি ধাঁচে দ্বিগুণ অ্যকশন নিয়ে আসছে আবার প্রলয়! টিজারেই হাততালি কুড়োলেন পর্দার অনিমেষ

‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ বিগত ২ দিন ধরেই মিলছে এমনই এক ঝড়ের অশনি সংকেত। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানিয়েছিলেন এই ঝড়ের সমস্ত আপডেট পেতে গেলে নাকি চোখ রাখতে হবে শুধুমাত্র জি ফাইভে। তবে এই ঝড় হল রাজ চক্রবর্তী পরিচালিত এপিক থ্রিলার সিনেমা ‘প্রলয়’-এর  দ্বিতীয় ভাগ ‘আবার প্রলয়’ (Abar Proloy)।

স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্ত এবার পা রাখতে চলেছেন সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে, নারী পাচারের মতো ঘৃণ্যতম অপরাধ রুখতে। কথা মতোই শুক্রবার সন্ধ্যাতেই এই আসন্ন ওয়েব সিরিজের টিজার (Teaser) শেয়ার করতেই ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রথম থেকেই সিনেমার পোস্টার শেয়ার করে অনিমেষ দত্তকে (Animesh Dutta) নিয়ে একটা আলাদাই সাসপেন্স তৈরি করেছিলেন রাজ চক্রবর্তী।

   

Tollywood director Raj Chakraborty's upcoming cinema Abar Proloy teaser out

সুটিয়ার বরুণ বিশ্বাসের সত্য ঘটনা অবলম্বনে তৈরী সিনেমা প্রলয় মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। আগের সিনেমায় বরুণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার আর তাঁকে দেখা না গেলেও অনিমেষ দত্তের ভূমিকায় বহাল রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।  স্পেশাল এই ক্রাইম ব্রাঞ্চ  অফিসারের এবার ডাক পড়েছে সুন্দরবন অঞ্চলের নারী পাচার রুখতে।

সেখানে কিভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের প্রেমের জ্বালে ফাঁসিয়ে পাচার করে দেওয়া হয় সেই ঘটনাই  তুলে ধরা হবে এই সিনেমার মধ্যে দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনে ভরপুর এই সিনেমার টিজার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিজারে, এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেল ঋত্বিক চক্রবর্তীকে।  যা দেখে বোঝাই যাচ্ছে আসন্ন এই সিনেমায় তিনি একজন ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন।

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,আবার প্রলয়,Abar Proloy,শাশ্বত চট্টোপাধ্যায়,Saswata Chatterjee,টিজার,Teaser,অনিমেষ দত্ত,Animesh Dutta

যদিও তাঁর এই চরিত্রটি ‘সেক্রেড গেমস’এ পঙ্কজ ত্রিপাঠীর লুক থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে পরান বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং সায়নী ঘোষের মত একাধিক অভিনেতা অভিনেত্রীদের।

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

তবে এই সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও  পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আসন্ন সিনেমার টিজার যে ইতিমধ্যেই দর্শক মহলে ঝড় তুলেছে সে কথা বলাই বাহুল্য। প্রসঙ্গত এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এছাড়া এই সিনেমার হাত ধরেই  প্রথমবার প্রযোজনায় নেমেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও।

site