বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হল যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহান (Nusrat Jahan)। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির নামী তারকা। যশ আবার শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। পেশাগত দিক থেকে সময়টা ভালো যাচ্ছিলই, এবার ‘যশরত’ অনুরাগীদের জন্য চলে এল আরও একটি সুখবর।
যশ-নুসরত এমন এক দম্পতি যাদের ব্যক্তিগত জীবন বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। তারকাজুটির ছেলে ঈশানের জন্মের সময় কম চর্চা, গসিপ হয়নি। এখন অবশ্য কিছুটা বড় হয়েছে সে। আর ছেলে একটু বড় হতেই দ্বিতীয় ‘সন্তান’কে স্বাগত জানালেন যশ-নুসরত। রবিবার সকালে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারকাজুটি।
শনিবার রাতে শহর কলকাতার এক পানশালায় আয়োজিত হয়েছিল এক বিরাট পার্টি। টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত হয়েছিলেন সেই পার্টিতে। মধ্যমণি ছিলেন সদ্য ‘দ্বিতীয় সন্তান’র জন্ম দেওয়া যশ-নুসরত। তারকাজুটির দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্যেই হাজির হয়েছিলেন প্রত্যেকে।
‘যশরত’র দ্বিতীয় সন্তানের নাম ‘ওয়াইডি ফিল্মস’ (YD Films)। হ্যাঁ, ঠিকই দেখছেন। তারকাজুটির দ্বিতীয় সন্তান রক্তমাংসের সন্তান নয়, বলা ভালো তাঁদের মানসসন্তান। নিজেদের প্রযোজনা সংস্থা (Production House) খুলেছেন টলিপাড়ার এই সেলেব কাপল। সেই সঙ্গেই ঘোষণা করেছেন নিজেদের প্রযোজনা সংস্থার প্রথম ছবির নামও।
গতকাল রাতের পার্টিতে রঙমিলান্তি পোশাক পরে হাজির হয়েছিলেন যশ-নুসরত। কালো রঙের পোশাকে বেশ গ্ল্যামারাস দেখাচ্ছিল তারকাজুটিকে। ‘যশরত’র ‘ওয়াইডি ফিল্মস’ প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘মেন্টাল’। ছবিতে অভিনয় করেছেন যশ এবং নুসরত দু’জনেই। সেই সঙ্গেই থাকবেন সায়ন্তনী ঘোষ। পরিচালনার দায়িত্ব সামলাবেন বাবা যাদব।
View this post on Instagram
কেরিয়ারের নতুন ইনিংস শুরু করার এই খবর শেয়ার করা মাত্রই যশ-নুসরতকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছা বার্তা এসেছে টলিপাড়া থেকেও। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রুক্মিণী মৈত্র- নতুন এই সফর শুরুর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা উইশ করেছেন ‘যশরত’কে।