টলিউডের (Tollywood) জনপ্রিয় তারকাজুটির (Couple) মধ্যে একটি হল যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানের (Nusrat Jahan)। তাঁদের নিয়ে হামেশাই সংবাদমাধ্যমে চর্চা হয়। কখনও নিজেদের ব্যক্তিগত জীবনের কারণে, কখনও আবার কর্মজীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। এবার সেই যশ-নুসরতের সংসারেই নেমে এসেছে শোকের ছায়া। সন্তানহারা হয়েছেন তারকাদম্পতি।
সন্তানকে হারানোর যন্ত্রণা ঠিক কতখানি তা যারা হারিয়েছেন তাঁরাই একমাত্র বোঝেন। এখন যেমন এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যশ এবং নুসরত। সপ্তাহান্তে অনুরাগীদের এই দুঃসংবাদ দেন তাঁরা। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে যশ-নুসরতের অনুরাগী- প্রত্যেকে এই খবর শোনার পর শোক জাহির করেছেন।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে সন্তানের প্রয়াণের খবর দেন নুসরত। অভিনেত্রী জানান, তাঁদের ছেলে হ্যাপি (Happy) আর নেই! হ্যাপি আসলে যশের পোষ্য। অভিনেতার সঙ্গে নুসরত সম্পর্কে জড়ানোর পর তাঁরও খুব কাছের হয়ে উঠেছিল সে। সন্তানের মতো করে ছোট থেকে হ্যাপিকে বড় করেছেন যশ। নিজের ছেলের স্থান দিয়েছেন তাঁকে। তাই স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েছেন তারকাজুটি।
হ্যাপির প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরত। এর মধ্যে দু’টি ছবিতে যশ এবং নুসরতের সঙ্গে দেখা গিয়েছে তাঁদের প্রিয় ছেলেকে। নুসরতের গোটা পোস্ট জুড়ে রয়েছে শুধু আবেগ আর ভালোবাসা। অভিনেত্রীর ক্যাপশন পড়ে নেটিজেনদেরও চোখে জল এসে গিয়েছে।
নুসরত লিখেছেন, ‘আমাদের প্রিয় ছেলে হ্যাপির স্মৃতিতে…। আমারা দিন-রাত বাড়িতে কারোর একটা অভাব অনুভব করি। আমরা জানি সব কিছু ঠিক হতে সময় এবং শক্তি লাগবে। তোমার সঙ্গেই আমাদেরও একটা অংশ চলে গিয়েছে। আমাদের জীবনে অনেক খুশি এনেছিলে তুমি’।
View this post on Instagram
নুসরতের সংযোজন, ‘আমাদের সুখ-দুঃখ সর্বক্ষণের সঙ্গী ছিলে তুমি। যারা আমাদের ছেড়ে চলে যায়, তাঁরা চিরকাল আমাদের পাশে থাকে। হয়তো দেখা কিংবা শোনা যায় না তবে সবসময় সঙ্গে থাকে। তোমায় এখনও আমরা প্রচণ্ড ভালোবাসি, খুব মিস করি। আমাদের প্রিয় ছেলে, মা-বাবা অপর পাড়ে তোমার সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষা করবে’।