• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতের শুরুতেই বিয়ের সানাই, শীঘ্রই বিয়ে করতে চলেছেন বনি-কৌশানি, প্রকাশ্যে এল দিনক্ষণ

Published on:

Tollywood couple Bonny Sengupta Kaushani Mukherjee ready to get married

বঙ্গে শীতের শুরু হয়ে গিয়েছে, আর শীত মানেই বিয়ের মরশুম (Wedding Season)। প্রতি বছরেই সাধারণ মানুষ তো বটেই একাধিক সেলিব্রিটিরাও শীতের মরশুমে সাত পাকে বাঁধা পড়েন। আর এবছরই বা ব্যতিক্রম হতে যাবে কেন? সম্প্রতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood) থেকে সুখবর মিলেছে। শীঘ্রই সাত পাকে বাধা পড়তে চলেছেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’ খ্যাত জুটি। হ্যাঁ ঠিকই ধরেছেন বনি-কৌশানির (Bonny Sengupta-Kaushani Mukherjee) কথাই বলছি।

টলিউডের অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয় বনি সেনগুপ্ত। আর বাংলা ছবির ফ্যান অথচ কৌশানি মুখার্জীকে চেনে না এমন বাঙালি হয়তো কমই আছে। দীর্ঘদিন ধরেই একেঅপরের সাথে প্রেম করছেন দুজনে। প্রায় সাত বছর আগেই একেঅপরকে বলে দিয়েছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’। তবে প্রেম দিব্যি চললেও বিয়েটা হয়নি। এবার বহু প্রতীক্ষিত সেই শুভ দিন আসতে চলেছে তাদের জীবনে।

Bonny Sengupta,Kaushani Mukherjee,Bonny Kaushani wedding,বনি সেনগুপ্ত,কৌশানি মুখার্জী,টলিউডে বিয়ে,বনি-কৌশানির বিয়ে

আসলে বনি-কৌশানির প্রেম সম্পর্কে ইন্ডাস্ট্রিতে সকলেই জানতেন। তাছাড়া লুকিয়ে নয় খুল্লামখুল্লা প্রেম করেছেন দুজনে। তাই নেটিজেনদের প্রশ্ন ছিলই যে কবে বিয়ে করছেন তাঁরা। যদিও এতদিন বিয়ে নিয়ে কিছুই বলতে চাইতেন না। তবে সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েইছেন অভিনেতা নিজেই। শুটিংয়ের মাঝেই বিয়ের প্ল্যানিং নিয়ে মুখ খুলেছেন বনি।

Bonny Sengupta Kaushani Mukherjee wedding date rumours

বিয়ের প্রশ্নে বনি জানান, ‘এত ছবি করছি কারণ  সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’ এরপর ডেট সম্পর্কে জিজ্ঞাসা করে উত্তরল মেলে, ‘খুব দেরি করব না। ২০২৪-এর প্রথমেই বিয়েটা সেরে ফেলব’। কিন্তু এর বেশি আর কিছুই জানা গেল না। কারণ ওই যে পরবর্তী ছবি  ‘হাঙ্গামা ডট কম’ এর শুটিংয়ে ব্যস্ত তিনি।

Bonny Sengupta Kaushani Mukherjee wedding dates

এই উত্তর জানার পর বোঝাই যাচ্ছে বিয়ের ডেট কিন্তু এখনো পাকা হয়নি। তবে এতেই খুশি ভক্তরা। প্রসঙ্গত, অভিনয়ের দৌলতে জনপ্রিয় হলেও রাজনীতিতেও নাম লিখিয়েছেন দুজনেই। বনি সেনগুপ্তকে দেবের আসন্ন ছবি প্রজাপতিতে দেখা যাবে। এছাড়াও আরও কয়েকটি কাজ হাতে রয়েছে অভিনেতার যা ২০২৩ এ রিলিজ করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥