• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের লালকেল্লা অভিযান! মুখ খুললেন টলিপাড়ার রুদ্রনীল, নুসরত, স্বস্তিকারা

Published on:

Nusrat Jahan Swastika Mukherjee Rudranil Ghosh Farmers Protest

এবারের প্রজাতন্ত্র দিবস (Republic Day) সাক্ষী থেকেছে এক ঐতিহাসিক মুহূর্তের৷ গতকাল কৃষক আন্দোলনকারীদের (Farmers Protest) ট্রাক্টার মিছিলের কর্মসূচি ছিল। সেইমতোই দিল্লির রাজপথে জড়ো হয়েছিলেন কয়েক লাখ কৃষক। দুপুর গড়াতেই আন্দোলনকারী কৃষকদের র‍্যালি পৌঁছায় দিল্লির লালকেল্লায়, আর সেখানেই কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা উত্তোলন করা হয়। কৃষকদের এই লালকেল্লা দখলের ঘটনায় টলিউডের (Tollywood) বিশিষ্ট জনেদের তরফে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

নুসরত জাহান (Nusrat Jahan) :

তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান গতকাল কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করে, কৃষকদের সংহতি জানিয়ে লিখেছেন, “আজকের ঘটনায় মর্মাহত, যারা আমাদের মুখে অন্ন তুলে দেন তাদের উপর অত্যাচার করছে মোদি সরকার। সারা বিশ্ব দেখছে সেটা, এটা বন্ধ হওয়া প্রয়োজন। ”

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) :

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বেশ হতাশ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার বক্তব্য, “শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিরোধ, গণপিটুনির সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি এবং মেনে নেওয়া সমস্ত কিছু আমার মাথার ভিতরে যেন আছড়ে পড়েছে। তবুও সাধারণতন্ত্র। আর কবে আমরা জেগে উঠব?”

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) :

রুদ্রনীলের বিশ্বাস খুব শিগগিরই কেন্দ্রীয় সরকার এই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। রুদ্রনীল আরও বলেন, যারা এতদিন পর্যন্তও এই কৃষক আন্দোলনকে সমর্থন করে এসেছে কালকের ঘটনায় তারা দুঃখ পেয়েছে।

সায়নী ঘোষ (Sayani Ghosh)

কালকের ঘটনা প্রবাহে সায়নীর বক্তব্য, এটা লজ্জার না গর্বের সেটাই বড় প্রশ্ন। তিনি “ওহ ইন্ডিয়া” বলবেন না “নো ইন্ডিয়া” বলবেন সেটাই যেন বুঝে উঠতে পারছেন না।

এভাবেই টলিউড থেকে বলিউড সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক প্রত্যেক জায়গাতেই এখন একটাই আলোচনার বিষয় প্রজাতন্ত্র দিবসের কৃষকদের ঐতিহাসিক লালকেল্লা দখল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥