• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরফের দেশে প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে প্রকাশ্যেই ঘনিষ্ঠ হলেন অঙ্কুশ! তুমুল ভাইরাল ভিডিও

টলিউড (Tollywood) অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ব্যক্তিগত ভাবে যে বেশ মজার মানুষ তা বলাই বাহুল্য। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাঝেমধ্যেই মজার মজার ভিডিও ছবি পোস্ট করে অনুরাগীদের মন ভালো করেন অভিনেতা। তবে এই কারণে অনেক ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু সেসবের বিশেষ ধার ধারেননা তিনি, বরং নিত্যনতুন কীর্তি ঘটিয়ে আরও বিতর্কের সৃষ্টি করেন অঙ্কুশ।

সম্প্রতি হবু বউ ঐন্দ্রিলা সেন (Oindrila sen) এর সঙ্গে ছুটি কাটাতে হিমাচলে গিয়েছেন অঙ্কুশ। শীতের দেশে ভালোবাসার ওম গায়ে মেখে প্রেমে মজেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Ankush hazra Oindrila sen

প্রায় ১০ বছর একে অপরের সঙ্গে বেঁধে রয়েছেন টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ-ঐন্দ্রিলা। প্রকাশ্যেই চুটিয়ে প্রেম করেন তারা। এবার প্রেম পরিণতি পেতে চলেছে। শীঘ্রই সাত পাকে ঘুরবেন এই তারকা জুটি। কিন্তু বিয়ের আগে থেকেই প্রায় একসাথেই থাকেন তারা।

প্রিওয়েডিং হানিমুনে গিয়ে একেরপর এক রোমান্টিক মুহূর্ত শেয়ার করে চলেছেন এই তারকা জুটি। সম্প্রতি বরফের দেশে হবু স্ত্রী ঐন্দ্রিলাকে আরও কাছে টেনে নিলেন অভিনেতা। ‘হামকো হামেসে চুরালো’ গানে একে অপরের কাছাকাছি এসে ঘনিষ্ঠ ভিডিও বানালেন অঙ্কুশ ঐন্দ্রিলা, শেষ দুজন দুজনকে জড়িয়ে ধরে বরফের মধ্যেই খেয়ে নিলেন গড়াগড়ি। তাদের এই রোমান্টিক মিষ্টি ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল নেটপাড়ায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Tolly Time (@tolly_time)

বিয়ে যে খুব শিগগিরই করছেন তা প্রকাশ্যে খোলসা করে না বললেও আকার ইঙ্গিতে ভালোই বুঝিয়ে দিচ্ছেন অঙ্কুশ – ঐন্দ্রিলা। কদিন আগেই গাড়ি কিনেছেন অঙ্কুশ। নতুন গাড়ির পর এবার নতুন বাড়িও কিনে ফেললেন অঙ্কুশ।

Ankush hazra Oindrila sen

জানা গিয়েছে, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অঙ্কুশ। সেই কমপ্লেক্সে এখন কন্সট্রাকশনের কাজ চলছে। ইতিমধ‍্যেই গিয়ে একদিন নতুন অ্যাপার্টমেন্টের কাজ দেখে এসেছেন অভিনেতা। এমনকি তার ছবিও শেয়ার করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥