• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ের জেরে আজও দর্শকদের মনে গেঁথে আছেন অকালেই প্রাণ হারানো এই ৫ তারকা

বাঙালির বিনোদন মানে সিনেমা বা সিরিয়াল কোন একটা নয়। প্রতিদিনের বিনোদনে যেমন সিরিয়ালের ভুমিকা রয়েছে তেমনি সিনেমাও বিনোদনের অবিচ্ছেদ্য অংশ। সিনেমা থেকে সিরিয়াল দুই ক্ষেত্রেই কিছু অসাধারণ অভিনেতা অভিনেত্রী (Tollywood Celebrities)  রয়েছেন যারা মুগ্ধ করেছেন দর্শকদের। কিন্তু এমনও কিছু তারকা রয়েছেন, যারা হয়তো সময়ের অনেক আগেই প্রয়াত হয়েছেন। বিনোদনপ্রেমী বাঙালি হৃদয়ে আজও সেই তারকারা অমর হয়েই রয়ে গিয়েছেন। আজ এমনই কিছু তারকাদের স্মরণ করে নেওয়া যাক।

দিশা গাঙ্গুলি (Disha Ganguly) : জনপ্রিয় বাংলা সিরিয়ালের কথা বলতে গেলে একসময়ের ‘বউ কথা কও’ থেকে ‘কনকাঞ্জলি’ এর কথা বলতেই হয়। এই দুই সিরিয়ালের অভিনয় করেহসালেন অভিনেত্রী দিশা গাঙ্গুলি। নিজের দক্ষ অভিনয় দিয়ে জিতেছিলেন দর্শকদের মন। কিন্তু অভিনেত্রী হটাৎ করেই কলকাতার বাসভবনে আত্মঘাতী হয় ২০১৫ সালে। টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে সম্পকের সমস্যার জেরেই এমনটা করেন তিনি। তবে সেটা সত্যি না মিথ্যে সেটা প্রমাণ হয়নি।

   

Disha Ganguly

পায়েল চক্রবর্তী (Payel Chakraborty) : ‘গোয়েন্দা গিন্নি’, ‘চোখের তারা তুই’ বা ‘জড়োয়ার ঝুমকো’ এই সিরিয়ালগুলি মনে আছে নিশ্চই। একসময়ের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম এগুলি। এই সিরিয়ালের দৌলতে বেশ পরিচিত ও পপুলার হয়েছিলেন অভিনেত্রী পায়েল চক্রবর্তী। এমনকি টলিউডের ছবিতেও সুযোগ পেয়েছিলেন।

Payel Chakarborty

কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে  হোটেলে অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু হটাৎ কেন এমন বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি? জানা গেছে, অবসাদই ছিল এর কারণ। অভিনেত্রীর স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ও তার ছেলে স্বামীর সাথেই থাকতে শুরু করেছিল। এর জেরেই হয়তো অবসাদগ্রস্থ হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

রনি চক্রবর্তী (Roni Chakraborty) : বাঙালি  অভিনেতাদের মধ্যে একজন জনপ্রিয় টেলি অভিনেতা রনি চক্রবর্তী। জল নুপুর থেকে বয়েই গেল এর মত একাধিক সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু ২০১৫ সালে বন্ধুদের সাথে সাঁতার  কাটার সময় হটাৎই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার।

দিশা গাঙ্গুলি,Disha Ganguly,পায়েল চক্রবর্তী,Payel Chakraborty,রনি চক্রবর্তী,Roni Chakraborty,রীতা কয়রাল,Rita Koiral,পীযূষ গাঙ্গুলী,Pijush Ganguly,Tollywood Celebrities,Tollywood Stars who died early,Bengali Serial

রীতা কয়রাল (Rita Koiral) : টলিউডের সিনেমার দজ্জাল শাশুড়ি হোক বা জাঁদরেল টেলিভিশন অভিনেত্রী রীতা কয়রাল। চিরদিনই তুমি যে আমার, রাজ মহল সিনেমা থেকে শুরু করে রাখি বন্ধন, এক আকাশের নীচে এর মত সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু অভিনেত্রীর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন ও ২০১৭ সালের নভেম্বর মাসে অভিনেত্রী মারা যান।

Pijush Ganguly

পীযূষ গাঙ্গুলী (Pijush Ganguly) : জল নুপূর সিরিয়ালের আরেক অভিনেতা পীযূষ গাঙ্গুলী। এই অভিনেতাও ২০১৫ সালে এক গাড়ি দূঘটনায় প্রয়াত হন। কলকাতার সাঁতরাগাছি ব্রিজে লরির সাথে অভিনেতার গাড়ির সংঘর্ষ হয় ও তৎক্ষনাতই মৃত্যু হয় অভিনেতার।