দুদিন আগেই শেষ হয়েছে রঙের উৎসব। আবির আর বাহারি রং মেখে আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য প্রায় গোটা একটা বছর অপেক্ষায় থাকেন সকলে। বাদ যান না বিনোদন জগতের সাথে যুক্ত একাধিক সেলিব্রেটি তারকারাও। চলতি বছরেও এই রঙের উৎসবে মেতে ছিলেন টলিউডের একাধিক সেলিব্রেটি জুটি। তবে হোলির ছুটি শেষে হয়ে গেলেও রঙ খেলার ঘোর কাটেনি তারকাদের।তাই কাজে ফিরেও বারবার ঘুরেফিরে আসছে রঙ খেলার হাসি মজার নানান মুহুর্তের টুকরো ছবি।
১) দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় (Devleena Kumar & Gourab Chatterjee)
এই তালিকায় রয়েছেন টলিপাড়ায় জনপ্রিয় সেলিব্রেটি জুটি দেবলীনা কুমার এবং তার স্বামী গৌরব চট্টোপাধ্যায়। এবছর দোল কাটাতে শান্তিনিকেতনে পাড়ি দিয়েছিলেন তারা। সেখানেই বন্ধুদের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন এই জুটি। আর বাঙালি মানেই আড্ডা,আর ভুরিভোজ তো মাস্ট। তবে মাত্র ২ দিনের ছুটি কাটিয়ে সোমবার থেকেই ছবির প্রচারের কাজে ফিরেছেন নায়িকা। তবে ঘোর কাটছে না দোলের। তাই ইনস্টাগ্রামে দোলের ছবি দিয়ে দেবলীনা লিখেছেন, ‘হ্যাংওভার কাটেনি।’
২) সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury & Sudip Sarkar)
বিয়ের পর এই প্রথম একসঙ্গে দোলের আনন্দে মেতে ছিলেন অভিনেতা সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। রোজকার কাজের রুটিন ভুলে ছুটির আনন্দে মেতে ছিলেন এই তারকা জুটি। এপ্রসঙ্গে অনিন্দিতার বলেছেন , “আমি ভীষণ ফিল্মি। দোলের দিন সবার আগে সুদীপের হাতে রং মেখেছি। মা-বাবা, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছি। আমরা যারা সব সময় কাজ নিয়ে ব্যস্ত, তাদের কাছে এই দিনগুলো সত্যিই খুব মূল্যবান।”
৩)রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী (Raj Chakraborty Subhashree Ganguly)
দুদিন আগেই ছোট্টো একরত্তি ইউভানকে নিয়েহোলির উৎসবে মেতে উঠেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। সাদা পোশাকে সেজে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে গালে আবির দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি ফটো দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটি।
৪)মিশমি দাস এবং বিশাল ভন (Mishmee Das & Vishal Bhon)
টেলি অভিনেত্রী মিশমি এখন প্রেমিক বিশাল ভন-এর সাথে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। সেখানেই প্রিয় পোষ্য মোমো কে নিয়ে সুইমিং পুলে ছবি দিয়ে সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন।
৫) ওম সাহানি ও মিমি দত্ত (Mimi Dutta &Om Sahani)
বাংলা টেলিভিশনের অন্যতম লাভ বার্ডস জুটি ওম মিমি। এবার তারাও আবির রঙে সেজে সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।