• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রসেনজিৎ থেকে কোয়েল, বিজয়ার পার্টিতে রাজ শুভশ্রীর বাড়ি জমজমাট! রইল এলাহী আয়োজনের কিছু ঝলক

Published on:

Raj Subhashree Bijoya party,Raj Chakraborty,Subhashree Ganguly,Prosenjit Chatterjee,Raj Chakraborty Subhashree Ganguly,Tollywood,entertainment,রাজ শুভশ্রী বিজয়া পার্টি,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,টলিউড,বিনোদন

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো হোস্টের নাম যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে প্রায় সবাই একবাক্যে নেবেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) নাম। টলিপাড়ার এই তারকা জুটির বাড়িতে সেই দুর্গা পুজোর সময় থেকেই আড্ডা দিতে হাজির হচ্ছেন বহু তারকা। পুজোর সময় থেকেই প্রায় গোটা টলিউডকে নিয়ে মেতে রয়েছে রাজ এবং শুভশ্রী।

দুর্গা পুজো চলাকালীনই টলিউডের বেশ কয়েকজন নামী শিল্পীকে নিয়ে বাড়িতে জমিয়ে আড্ডা দিতে বসেছিলেন এই তারকা জুটি। সেই লিস্টে নাম রয়েছে সৃজিত মুখার্জি, সোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষদের মতো তারকাদের। এরপর বিজয়ার পর আবার পর্দার ‘উচ্ছেবাবু’ অর্থাৎ আদৃত রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, বাবুল সুপ্রিয়দের নিয়ে আড্ডা দিতে বসেন ‘রাজশ্রী’ জুটি।

Raj Subhashree Bijoya Party

এবার ফের আরও এক দফা পার্টির আয়োজন করেছিলেন রাজ এবং শুভশ্রী। আর প্রত্যাশা মতোই এইবারের পার্টিতেও বসেছিল চাঁদের হাট। হাজির ছিল প্রায় সম্পূর্ণ টলিউড। ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিট চট্টোপাধ্যায় থেকে শুরু করে কোয়েল মল্লিক, নিসপাল সিং ‘রাজশ্রী’র বাড়িতে হাজির ছিল প্রায় গোটা টলিউড ইন্ডাস্ট্রি।

Raj Subhashree Bijoya Party

টলিপাড়ার তারকা জুটির বাড়িতে যে তারকাখচিত পার্টির আসর বসেছিল তার ‘গেস্ট লিস্ট’ কিন্তু বেশ লম্বা। মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, টলিউডের এই ৩ নামী প্রযোজকের সঙ্গেই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, শিবপ্রসাদ-নন্দিতা জুটিও।

Raj Subhashree Bijoya Party

সম্প্রতি সেই পার্টির বেশ কিছু ঝলক নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ এবং শুভশ্রী। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতখানি আনন্দে করেছেন তাঁরা। নেটপাড়ায় তুমুল ভাইরাল হওয়া সেই সকল ছবির কোনোটিতে দেখা যাচ্ছে লুচি ভাজছেন টলিউডের নামী পরিচালক শিবপ্রসাদ। আবার কোথাও দেখা যাচ্ছে কব্জি ডুবিয়ে মাংস খাচ্ছেন প্রসেনজিৎ।

Raj Subhashree Bijoya party

উৎসবের মরসুম এখনও শেষ না হলেও, বিনোদন দুনিয়ার তারকাদের হাতে কিন্তু একেবারেই ছুটি নেই। শুভশ্রীর হাতে রয়েছে একাধিক ছবি, আবার রাজ বলিউডে পা রাখতে চলেছেন বলে শোনা যাচ্ছে। ফের  কাজের দুনিয়ায় যাওয়ার আগে তাই বন্ধুবান্ধব এবং কাছের মানুষদের সঙ্গে চুটিয়ে পার্টি করে নিলেন ‘রাজশ্রী’ জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥