• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাওলি থেকে মিমি, ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে আজ টলিউড কাঁপাচ্ছেন এই ৮ নায়িকা

Published on:

Mimi Chakraborty to Paoli Dam tollywood actress actress who started from televison

বিনোদন দুনিয়ায় এমন বহু তারকা রয়েছেন যারা সিনেমায় অভিনয়ের আগে ছোটপর্দায় কাজ করেছেন এবং সফল হয়েছেন। বলিউড ‘বাদশা’ শাহরুখ খান যেমন নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়ালের (Television serial) হাত ধরে। এখন বলিউডে রাজত্ব করছেন তিনি। টলিউডেও এমন বহু শিল্পী রয়েছেন যারা টিভির মাধ্যমে দর্শকদের মন জয় করার পর বড়পর্দায় ডেবিউ করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৮ টলি অভিনেত্রীর (Tollywood actress) নাম তুলে ধরা হল।

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) – তালিকার প্রথম নামটিই হল টলি সুন্দরী স্বস্তিকার। স্টারকিড হিসেবে প্রথমেই বড়পর্দায় সুযোগ পাওয়া অভিনেত্রীর পক্ষে খুব একটা সহজ ছিল না। তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন ‘দেবদাসী’ সিরিয়ালের হাত ধরে। এরপর ‘এক আকাশের নীচে’, ‘প্রতিবিম্ব’ সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন স্বস্তিকা।

Swastika Mukherjee in saree

পাওলি দাম (Paoli Dam) – টলিউডেরই শুধু নয়, পাওলি এখন বলিউডেরও পরিচিত মুখ। এই অভিনেত্রীও নিজের কেরিয়ার শুরু করেছিলেন টিভি সিরিয়ালের হাত ধরেই। পাওলির প্রথম ধারাবাহিক ছিল ‘জীবন নিয়ে খেলা’। তবে আবীর চ্যাটার্জির বিপরীতে ‘তিথির অতিথি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন পাওলি। এছাড়াও জনপ্রিয় ধারাবাহিক ‘সোনার হরিণ’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

Paoli Dam

পার্নো মিত্র (Parno Mitra) – টলিউডে পা রাখার আগে পার্নো নিজের অভিনয় দক্ষতায় শান দিয়েছিলেন টিভি সিরিয়ালের মাধ্যমেই। ‘খেলা’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এরপর ’মোহনা’, ‘সময়’, ‘বৌ কথা কও’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পার্নো।

Parno Mitra

ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) – ‘তেরো পার্বণ’এ শিশু শিল্পী হিসেবে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইন্দ্রাণী। এরপর ‘মা শক্তি’, ‘মর্যাদাঃ লেকিন কব তক’সহ বেশ কিছু হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। টলিউডেও অল্প বয়সেই কেরিয়ার শুরু করলেও ‘বিয়ের ফুল’এর হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু ছোটপর্দার ‘শ্রীময়ী’র।

Indrani Haldar

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) – এই মুহূর্তে টলিউড কাঁপাচ্ছেন যে অভিনেত্রীরা তাঁদের মধ্যে একজন হলেন মিমি। এই অভিনেত্রী নিজের কেরিয়ার শুরু করেছিলেন ২০০৯ সালের সিরিয়াল ‘চ্যাম্পিয়ন’এর হাত ধরে। তবে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ সিরিয়ালে পুপের চরিত্রে অভিনয় করার পরই খুলে যায় মিমির ভাগ্যের দরজা।

Mimi Chakraborty

রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) – টলিউডের ‘শাবানা আজমি’ হিসেবে খ্যাত রূপাও নিজের কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের হাত ধরেই। ‘মুক্তবন্ধ’ সিরিয়ালের হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি। এরপর ‘স্ত্রীর পত্র’ সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু। রূপা অভিনীত মৃণাল চরিত্রটি দর্শকদের ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এরপরই একের পর এক হিট প্রোজেক্টে কাজ করে বদলে যায় রূপার ভাগ্য।

Roopa Ganguly

গার্গী রায় চৌধুরী (Gargi Roy Chowdhury) – টলিউডে দুই দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলা গার্গীও নিজের কেরিয়ার শুরু করেছিলেন টিভির মাধ্যমেই। ‘শিশিরের শব্দ শোনা যায়’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ‘প্রতিবিম্ব’র হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু করেন গার্গী।

Gargi Roy Chowdhury

চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly) – টলিউডের নামী অভিনেত্রী এবং পরিচালক চূর্ণী নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়ালের মাধ্যমেই।

Churni Ganguly

‘দেবী’সহ বহু হিট সিরিয়ালে কাজ করেছেন তিনি। এছাড়াও অঞ্জন দত্ত এবং কৌশিক গাঙ্গুলীর বহু টেলিফিল্মেও অভিনয় করেছেন চূর্ণী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥