• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের প্রস্তুতিতে নিজেই ফুল মার্কস দিলেন স্বস্তিকা! কিন্তু পাত্তা নেই বরের, ব্যাপারটা কী?

Updated on:

টলিউড,Tollywood,স্বস্তিকা দত্ত,বলিউড,Bollywood,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,বর,Groom,ভাইরাল পোস্ট,Viral Post,সোশ্যাল মিডিয়া,Social Media,Swastika Mukherjee

টলিউডের (Tollywood) প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী হলে স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। যদিও এখন বাংলার পাশাপাশি হিন্দি সিনেমা জগতেও বিরাট দাপট তাঁর। ইতিমধ্যে বলিউডেও (Bollywood) বেশ নাম ডাক হয়েছে এই বাঙালি অভিনেত্রীর (Bengali Actress)। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করা মানেই ঝড় ওঠে অসংখ্য পুরুষ হৃদয়ে।

তাঁর অপরূপ রূপের মাধুর্যে মুগ্ধ হন সকল অনুরাগী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কনের সাজে একটি ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। এমনিতে বরাবরই ছবির সাথেই নজর কাড়ে স্বস্তিকার ছবির ক্যাপশনও। এদিনও তার ব্যতিক্রম হলো না। ছবির পাশাপাশি নেটিজেনদের সকলেরই চোখ আটকেছে অভিনেত্রীর ক্যাপশনে।

Swastika-mukherjee

ক্যাপশনে ঠিক কি লিখেছিলেন অভিনেত্রী? জানার জন্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ দিলেই দেখা যাবে বিয়ের কনে সাজা থেকে শুরু বিয়ের সমস্ত প্রস্তুতিতে তুমুল ব্যস্ত অভিনেত্রী। এই মিষ্টি রীল ভিডিওর ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন ‘বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। বর নেই, তাই বলে কি সাজু্গুজু করব না ?’

টলিউড,Tollywood,স্বস্তিকা দত্ত,বলিউড,Bollywood,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,বর,Groom,ভাইরাল পোস্ট,Viral Post,সোশ্যাল মিডিয়া,Social Media,Swastika Mukherjee

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা, কেউ লিখেছেন ‘বর তো বর্বর! না এলেই ভালো! তাহলে কি সাজবো না!’ আবার কেউ  লিখেছেন ‘ আপনার প্রয়োজন নেই ম্যাম। আপনি সেই নারী যাকে পুরুষ খুঁজবে আপনি কেন খুঁজবেন?’ প্রসঙ্গত খুব অল্প বয়সেই  স্বস্তিকার সাথে বিয়ে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সাথে।

এত অল্প বয়সে বিয়ে, থেকে বিচ্ছেদ জীবনের সেইসব ফেলে আসা দিন গুলো নিয়ে এখনও কি আর আক্ষেপ হয় স্বস্তিকার? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে এই প্রশ্নই রাখা হয়েছিল। জবাবে অভিনেত্রী জানিয়েছেন তাঁর কোনো আফসোস হয় না।

টলিউড,Tollywood,স্বস্তিকা দত্ত,বলিউড,Bollywood,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,বর,Groom,ভাইরাল পোস্ট,Viral Post,সোশ্যাল মিডিয়া,Social Media,Swastika Mukherjee

কারণ হিসাবে অভিনেত্রী যা বলেছেন তাতে অবাক হয়েছেন সবাই। অভিনেত্রী বলেছেন ‘যদি কখনও মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।” মেয়ে অন্বেষার সঙ্গে তাঁর বয়সের ফারাক খুব বেশি নয়। কিন্তু দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥