এই মুহূর্তে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজ চক্রবর্তীর স্ত্রীয়ের হাতে রয়েছে ঠাসা কাজ। সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ- সব মাধ্যমে অবাধ বিচরণ তাঁর। সদ্য রিলিজ করেছে শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেখানে রাজ-ঘরণীর অভিনয় দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।
শুভশ্রী এমন একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয়ের জোরে টলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে একজন হয়ে উঠেছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে ‘পরিণীতা’ হিসেবে, কখনও আবার ‘ইন্দুবালা’ হিসেবে। ‘পরিণীতা’য় যেমন একজন স্কুল ছাত্রীর চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন তিনি, তেমনই আবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন শুভশ্রী।
রাজ-ঘরণী এমন একজন অভিনেত্রী যিনি সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড সক্রিয়। প্রায়ই নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি যেমন শুভশ্রী শাড়ি (Saree) ছাড়া ব্লাউজ (Blouse) পরে নিজের একটি ছবি প্রকাশ্যে এনেছেন। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে শুভশ্রী যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে একেবারে বিরহিণী অবতারে দেখা গিয়েছে। অভিনেত্রীর পরনে রয়েছে বেইজ রঙের একটি শাড়ি, হাতে সবুজ রঙের চুড়ি। টলিউডের ‘পরিণীতা’র খোলা চুল খেলা করছে পিঠের ওপর। শুভশ্রীর এই লুক দেখে নেটিজেনরা একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন।
অবশ্য শুধুমাত্র মুগ্ধ হওয়াই নয়, নেটিজেনরা শুভশ্রীর সঙ্গে বলিউডের নামী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের তুলনা করতেও শুরু করে দিয়েছেন। কেউ কেউ তো এও বলছেন যে, টলি সুন্দরীর কাছে ফেল খোদ রাই সুন্দরী! সব মিলিয়ে শুভশ্রীর এই নতুন লুক যে নেটপাড়ায় ব্যাপক হিট তা আর বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে শুভশ্রীর একগুচ্ছ সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করেছে। ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ থেকে শুরু করে ‘বিসমিল্লা’, ‘বৌদি ক্যান্টিন’, ‘ডক্টর বক্সী’- প্রত্যেকটি ছবিতেই রাজ-ঘরণীর অভিনয় দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। শুভশ্রী অনুরাগীরা আপাতত তাঁদের প্রিয় অভিনেত্রীর আগামী প্রোজেক্টের অপেক্ষায় দিন গুনছেন। দেখা যাক, সেই ছবিতে কোন চমক নিয়ে আসেন শুভশ্রী।