• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোজা ইংরাজি বানানও লিখতে পারে না! নেটপাড়ায় চরম কটাক্ষের মুখে ‘ইন্দুবালা’ শুভশ্রী

টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। জনপ্রিয় এই টলি কুইনের অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবকিছুই বরাবরই চর্চায় থাকে। কিছুদিন আগেই প্রথমবার ওটিটিতে ডেবিউ করেছেন শুভশ্রী। হইচই টিভিতে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel)।

এই সিরিজে ৭২ বছর বয়সী বৃদ্ধা ইন্দুবালার চরিত্রে শুভশ্রীর নিখুঁত অভিনয় দেখে প্রশংসা করতে বাধ্য হবেন তাঁর অতি বড় সমালোচকরাও। দেশভাগের যন্ত্রনা থেকে একজন কিশোরী মেয়ের অল্প বয়সে বিয়ের পর পরের বাড়ির বৌ কিংবা মা থেকে বৃদ্ধা ইন্দুবালার চরিত্র প্রতিটা পর্যায় নিখুঁত অভিনয়ে বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন  শুভশ্রী।

   

Subhashree Ganguly read to became bald if needed says in interview

তাঁর নিটোল অভিনয়ই এই সিরিজটির দর্শকদের কাছে সম্পদ হয়ে থেকে যাবে।  সম্প্রতি এই সিনেমারই সাকসেস পার্টিতে মেতে ছিলেন শুভশ্রী সহ সমস্ত কলা কুশলীরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েই বিপাকে পড়েছেন অভিনেত্রী।

Subhashree Ganguly, Subhashree Ganguly interview

কারণ সেখানে ইংরেজিতে ‘সাকসেস’ বানানটাই ভুল লিখেছেন টলিউডের প্রথম সারির এই জনপ্রিয় অভিনেত্রী। তবে ইংরেজি বানান নিয়ে শুভশ্রীর এমন ভুলভ্রান্তির ঘটনা নতুন নয় একেবারেই। ইতিপূর্বে কখনও ছেলে ইউভানের সাথে ইংরেজিতে কথা বলা হোক কিংবা ওয়ার্ল্ড কাপকে ‘ওয়ার্ল্ডস কাপ’ বলে আগেও এমন কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।

নেট পাড়ার বোদ্ধাদের নীতি পুলিশির শিকার হয়েছেন অভিনেত্রী। তবে আজ অব্দি কখনোই কোন নিন্দুকদের ট্রোলিং-এর জবাবে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এদিনও তার ব্যতিক্রম হলো না। শুভশ্রীকে এদিন বানান ভুল লিখতে দেখে কেউ লিখেছেন ‘সাকসেস এর মতো সোজা বানানটাও লিখতে জানেন না শুভশ্রী’।

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইন্দুবালা ভাতের হোটেল,Indubala Bhater Hotel,ওয়েব সিরিজ,Web Series,সাকসেস পার্টি,Success Party,ইংরেজি বানান ভুল,English Spelling Mistake,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আবার কেউ মন্তব্য করেছেন শুভশ্রীর বোধ হয় ইংরেজি গ্রামারটা  ঠিক মতো পড়া নেই। আবার কেউ বানান  শুধরে দিয়ে অভিনেত্রীকে সঠিক বানানটা লিখ দিয়েছেন। তবে সব ঠিক ভুলের ঊর্ধে গিয়েই এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই ঢালাও প্রশংসা করেছেন শুভশ্রীর অভিনয়ের।