• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজের মতো স্বামী পেয়ে ধন্য! প্রাক্তন দেবের পাশে দাঁড়িয়েই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী

Updated on:

Subhashree Ganguly praise her husband Raj Chakraborty standing beside ex boyfriend Dev

বিচ্ছেদের পর আজও টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত  প্রাক্তন জুটি হলেন টলিউড তারকা দেব অধিকারী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Dev Adhikari & Subhashree Ganguly)। সদ্য দীর্ঘ আট বছর পর একটি অ্যাওয়ার্ড ফাংশনে মুখোমুখি হয়েছিলেন তাঁরা । বিচ্ছেদের এত বছর পর প্রাক্তন প্রেমিক দেবের  মুখোমুখি হয়েও শুভশ্রীর মুখে ছিল অমলিন হাসি। নেহাত সৌজন্যতার খাতিরেই একে অপরের সাথে হাত মেলাতেও দেখা গিয়েছিল তাঁদের।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল দেব-শুভশ্রীর সেই এক মুহূর্তের ভিডিও। যা আশা করি কমবেশি দেখে ফেলেছেন সবাই। এদিন দেবের হাত থাকে পুরস্কার নিয়ে মঞ্চে দাঁড়িয়েই স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী। আসলে সম্প্রতি টিভি লাইন বাংলার তরফে আয়োজিত ঘরে ঘরে বায়োস্কোপের মঞ্চে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য  দেবের হাত থেকে পুরস্কার নেন শুভশ্রী।

Tollywood industry's ex-couple Dev-Subhashree again meet with each other

পুরস্কার জিতেই মাইক হাতে নিয়ে শুভশ্রী একে একে ধন্যবাদ জানাতে শুরু করেন তাঁর এই সিনেমার চিত্র নাট্যকার থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সহ মেক-আপ আর্টিস্টকে। সেইসাথে  এদিন অভিনেত্রী জানান ‘সবচেয়ে বেশি যে মানুষটাকে ধন্যবাদ জানাবো, তিনি আমার প্রচন্ড সাপোর্টিভ স্বামী রাজ চক্রবর্তী। আর আমার গুন্ডা বাচ্চা ইউভান। ওদের সমর্থন ছাড়া এই চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারতাম না’।

এই ভাবেই এদিন প্রাক্তনের পাশে দাঁড়িয়েই জোর গলায় কণ্ঠে নিজের বর্তমান তথা স্বামী রাজ চক্রবর্তীর প্রশংসায় ভরিয়ে  দিয়েছিলেন শুভশ্রী।  একদিকে যখন প্রাক্তন জুটিকে অনেকদিন পর একফ্রেমে দেখে ভক্তরা আবেগে ভাসছিলেন তখনই শুভশ্রীর এমন বক্তব্যে হাততালিতে ফেটে পড়ে গোটা হল।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty

প্রসঙ্গত একসময় দেব-শুভশ্রীর সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট।  যদিও সম্পর্কে থাকাকালীন তাঁদের দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে তাঁদের মধ্যে যে সম্পর্ক ছিল তা বেশ ভালোই পরিষ্কার হয়েছিল তাঁদের ব্রেকআপের পর। তবে কথায় আছে সময় কারো জন্য থেমে থাকে না। তাই সময়ের নিয়মেই তাঁরা দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের ব্যক্তিগত জীবনে। একদিকে শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন।


অন্যদিকে শুভশ্রর সাথে বিচ্ছেদের পর দেবও জড়িয়েছেন নতুন সম্পর্কে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মিত্রের সাথে দীর্ঘ সাত বছরের সম্পর্ক তাঁর। প্রসঙ্গত দেব শুভশ্রীর সম্পর্ক ভাঙার পর তাঁরা একে অপরের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তবে দুজনেই একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় এখন  মাঝেমধ্যেই বিভিন্ন পার্টি কিংবা অ্যাওয়ার্ড ফাংশনে এক ফ্রেমে ধরা পড়েন। আর সেই সুবাদেই একে অপরের সাথে শুধুমাত্র সৌজন্যতাটুকু বজায় রেখেছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥