• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠোঁট থেকে ঠোঁট সরে না! ‘আমি আর রাজ প্রতি মিনিটে চুমু খাই’, ‘গোপন’ কথা ফাঁস করলেন শুভশ্রী

Updated on:

Tollywood actress Subhashree Ganguly opens up about kissing husband Raj Chakraborty

টলিউডের (Tollywood) ‘পাওয়ার কাপল’দের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে ওপরের দিকেই থাকবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) নাম। স্বামী ইন্ডাস্ট্রির নামী পরিচালক, স্ত্রী প্রথম সারির অভিনেত্রী, তাই স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। কখনও ভালোবাসা উজাড় করে দেন নেটিজেনরা, কখনও আবার কপালে জোটে কটাক্ষ।

গত ২১ ফেব্রুয়ারি যেমন স্বামীর ঠোঁটে ঠোঁট (Kiss) রেখে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। মুহূর্তের মধ্যে তা ভাইরাল (Viral) হয়ে যায় নেটপাড়ায়, শুরু হয়ে যায় চর্চা। ‘রাজশ্রী’র দিকে ধেয়ে আসতে থাকে একাধিক কটাক্ষ। সম্প্রতি সেই সকল সমালোচনা এবং কটু মন্তব্যের জবাব দিলেন শুভশ্রী নিজে।

Raj Chakraborty and Subhashree Ganguly, Raj Chakraborty and Subhashree Ganguly kiss

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ-ঘরণী বলেন, ‘যারা ট্রোল করেন, আমাদের কাছে তাঁদের কোনও অস্তিত্বই নেই। আমরা নিজেদের মতো কাজ করি এবং প্রত্যেক মিনিটে এক অপরকে চুমু খাই’। যদিও শুধুমাত্র স্বামীর ঠোঁটে ঠোঁট রাখার জন্যই নয়, রাজের রাজনীতিতে অংশগ্রহণ এবং এই বয়সেই ছেলে ইউভানকে সোশ্যাল মিডিয়ায় আনা নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না পর্দার ‘ইন্দুবালা’কে।

শুভশ্রীর কথায়, ‘রাজ বিধায়ক হওয়ার পর থেকে কিছু মানুষ নানান বিষয় নিয়ে সমালোচনা করছেন। কিন্তু আমি ও আমার পরিবার প্রচণ্ড ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাস করি। সেই জন্য সমালোচনা করা হলে তাতে কান দিই না। আমরা কর্মফলে বিশ্বাসী। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি’।

Raj Chakraborty and Subhashree Ganguly, Raj Chakraborty and Subhashree Ganguly kiss

যদিও শুধুমাত্র যে কটাক্ষই শুনেছেন তা নয়, অনেকেই কিন্তু রাজ-শুভশ্রীকে সমর্থনও করেছেন। তাঁদের বিষয়েও মুখ খোলেন টলি ডিভা। অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই খুব অবাক হয়েছি। তবে এই সমর্থন আমাদের আনন্দও দিয়েছে’।

সাক্ষাৎকারে শুভশ্রী এও বলেন, সব জায়গাতেই পুরুষদের চেয়ে বেশি মহিলাদের সমালোচনার শিকার হতে হয়। অভিনেত্রীর ধারণা, মহিলারা বেশি শক্তিশালী বলেই তাঁদের বারবার আক্রমণ করা হয়। শুভশ্রীর কথায়, ‘আমরা, মহিলারা প্রত্যেকদিন লড়ছি। আশা করি, আমরা একদিন ঠিক জয়ী হব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥