• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের সেরা নায়িকা হয়েও কাকে হিংসে করেন শুভশ্রী? নিজেই জানালেন অভিনেত্রী

Published on:

Tollywood Actress Subhashree Ganguly opens up about her jealousy

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী (Shubhashree Ganguly)। এখন প্রায় সারা বছরই ঠাসা কাজ থাকে এই অভিনেত্রীর হাতে। তাই সে দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী হলেন শুভশ্রী।  সম্প্রতি তাঁর অভিনয়ের  ঝুলিতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কারও।

তবে তিনি অভিনয় জীবন নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন স্বামী এবং সংসার সামলাতেও কিন্তু এক ফোঁটা ক্লান্তি নেই তাঁর।  তিনি স্বামী রাজ চক্রবর্তী এবং একরত্তি ছেলে ইউভানকে নিয়ে এখন সুখী গৃহকোণ অভিনেত্রীর।  তারকা হওয়ার সুবাদে রয়েছে  বিলাসবহুল জীবনযাপনও। কলকাতা  শহরের অন্যতম অভিজাত রেসিডেন্ট আরবানাতে রয়েছে অভিনেত্রীর একফালি সংসার।

Subhashree Ganguly, Subhashree Ganguly bold

তাই একদিকে যেমন টলিউডের সফল অভিনেত্রী তেমনি আদর্শ মা এবং স্ত্রী শুভশ্রী। সবমিলিয়ে তাঁর জীবন এখন কানায় কানায় পূর্ণ।  কিন্তু জীবনে এত কিছু পাওয়ার পরেও একটা জিনিসে কিন্তু আফসোস রয়ে গিয়েছে অভিনেত্রীর। তাই এক্ষেত্রে রয়েছে তাঁর একজন হিংসার পাত্র। শুভশ্রী কাকে হিংসা করে জানেন? নাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

আসলে একবার এক পুরনো সাক্ষাৎকারে এই টলিউড অভিনেত্রী জানিয়েছিলেন নিজের ছেলে ইউভানকে  দেখেই নাকি তাঁর হিংসা হয়। কিন্তু কেন? মা হিসেবে ছেলের সাথে কিসের হিংসা অভিনেত্রীর? এর কারণও জানিয়েছিলেন শুভশ্রী। আসলে একরত্তি ইউভান এতটাই সহজ সরল এবং হাসিখুশি যে তাঁকে দেখলেই মন ভালো হয়ে যায় শুভশ্রীর।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,অভিনেত্রী,Actress,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,ছেলে,Son,ইউভান,Yuvan,হিংসা,Jealous,আসল কারণ,Real Reason

কিন্তু অভিনেত্রী চাইলেও এখন নিজের ছোটবেলাটাকে আর ফিরে পেতে পারবেন না। তাই নাকি তাঁর  ইউহানকে দেখে এখন মাঝেমধ্যেই হিংসা হয়। আসলে ঝাঁচকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড আর অভিনয়ের জগতে এসে নিজের জীবনটাকে ভীষণভাবে মিস করেন অভিনেত্রী। তাই ব্যস্ততার মধ্যেই মনে হয় বেশি করে ছোটবেলাটাকে মনে পড়ে শুভশ্রীর।

তবে ছেলের প্রতি কিন্তু যত্নের কোন ত্রুটি রাখেন না অভিনেত্রী। তাই সারাক্ষণ ছেলেকে আদর-যত্ন-স্নেহ-ভালবাসায় মুড়িয়ে রেখেছেন তিনি। তাই মাত্র আড়াই বছরেই বাবা-মা রাজ শুভশ্রীর দৌলাতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো স্টার ইউভান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥