ছেলের বয়সের তিন বছরের হতে না হতেই দ্বিতীয় সন্তান আসার সুখবর শোনালেন টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কয়েকদিন আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ। তখন থেকেই ‘সুখবর’ শোনার অপেক্ষা করছিলেন প্রত্যেকে। অবশেষে মঙ্গলবার ছবি শেয়ার করে ফের মা হওয়ার (Pregnant) খবর দিলেন টলি (Tollywood) ডিভা।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করেন রাজ এবং শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, ইউভানের হাত ধরে রয়েছে তাঁর বাবা-মা। যদিও ‘রাজশ্রী’র মুখ দেখা যায়নি সেই ছবিতে। তবে নজর কেড়েছে রাজ-পুত্রের গায়ের টি-শার্ট। সেখানেই লেখা ছিল আসল ‘সুখবর’। ইউভানের গায়ের সাদা জামায় লেখা, ‘বিগ ব্রাদার’।
ছোট ভাই-বোন আসার খুশিতে ইউভান ঠিক কতখানি আনন্দিত তা রাজ-শুভশ্রীর শেয়ার করা ছবি দেখেই স্পষ্ট। খুশিতে লাফাচ্ছে ‘রাজশ্রী’র খুদে। এই মিষ্টি ছবি শেয়ার করে মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী লিখেছেন, ‘ইউভানের প্রোমোশন হয়ে গেল। এখন থেকে সে বড় দাদা’।
রাজ-শুভশ্রী এই ছবি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঝড় উঠতে শুরু করে দিয়েছে। বলিউড সুন্দরী মৌনী রায় থেকে শুরু করে সৌমিতৃষা কুণ্ডু হয়ে বিক্রম চট্টোপাধ্যায়- শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে।
শুভশ্রীর ‘ডান্স বাংলা ডান্স’র বান্ধবী মৌনী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ছোট্ট সোনার জন্য রইল অনেক অনেক অনেক ভালোবাসা। আমি ওঁর প্রিয় মাসি হবো, এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই’। ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা লিখেছেন, ‘অনেক ভালোবাসা রইল… হরে কৃষ্ণ’।
View this post on Instagram
২০২০ সালের মে মাসে ইউভানের আসার সুখবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে তাঁদের ঘর আলো করে আসে পুঁচকে ইউভান। ছেলের তিন বছর হতে না হতেই এবার দ্বিতীয় সন্তান আসার সুখবর শেয়ার করলেন তারকা দম্পতি। ইউভানের মতোই ‘রাজশ্রী’র দ্বিতীয় সন্তানও যে তাঁদের অনুরাগীদের নয়নের মণি হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।