• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতের দুপুরে চিড়িয়াখানায় চড়ুইভাতি, ছেলে ইউভানের সাথে শুভশ্রীর পিকনিকের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published on:

Subhashree Ganguly at Alipur Zoo with Son Yuvaan Viral Video

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। স্বামী নামকরা পরিচালক আর স্ত্রী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা- তাঁদের দিকে সংবাদমাধ্যম থেকে শুরু করে অনুরাগী, প্রত্যেকের কড়া নজর থাকে। আর এটা তো জানা কথাই, মা-বাবা এত জনপ্রিয় হলে সন্তানও লাইমলাইটে থাকবেই। ঠিক এমনটাই হয় ‘রাজশ্রী’র ছেলে ইউভানের (Yuvaan) ক্ষেত্রে।

রাজ-শুভশ্রীর খুদের টলিপাড়ার প্রত্যেকের নয়নের মণি। এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানের তকমা যদি ইউভানকে দেওয়া হয় তাহলেও একেবারেই অত্যুক্তি হবে না। এইটুকু বয়সেই জনপ্রিয়তার নিরিখে বড় বড় তারকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে পুঁচকে ইউভান।

Subhashree Ganguly,Yuvaan,Subhashree Ganguly Yuvaan,Subhashree Ganguly Yuvaan in zoo,Yuvaan in zoo,Tollywood,entertainment,শুভশ্রী গাঙ্গুলী,ইউভান,শুভশ্রী গাঙ্গুলী ইউভান,চিড়িয়াখানায় ইউভান,টলিউড,বিনোদন

‘রাজশ্রী’ যেমন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় কাপল, তেমনই খুব ব্যস্ত জুটিও বটে। দু’জনের হাতেই এখন ঠাসা কাজ। তবে কাজের ফাঁকে একটু সময় পেলেই সেটি ইউভানের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সম্প্রতি যেমন কর্ম ব্যস্ততার মাঝেই ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় চলে গিয়েছিলেন টলি সুন্দরী শুভশ্রী।

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী এবং ইউভানের জুটি সুপারহিট। মা-ছেলের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হতে থাকে। এবার মায়ের হাত ধরেই বাঘ-সিংহ দেখতে গিয়েছিল ‘রাজ-পুত্র’। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী নিজে।

Subhashree Ganguly Yuvaan in zoo

এমনিতেই শীত পড়লে চিড়িয়াখানায় যাওয়া প্রায় প্রত্যেক বাঙালির বাকেট লিস্টেই থাকে। শুভশ্রীও যে ব্যতিক্রম নন তা বোঝাই গেল। শীত পড়তেই ইউভানকে বাঘ-সিংহ-সাপ-গণ্ডার দেখাতে নিয়ে গেলেন টলি ডিভা। অবশ্য শুধুমাত্র চিড়িয়াখানা ঘোরাই নয়, সেখানে গিয়ে বাকি প্রত্যেকের সঙ্গে মাটিতে শতরঞ্চি বিছিয়ে পিকনিকও করেছেন দু’জনে। তারকা হলেও শুভশ্রীর যে বিন্দুমাত্র অহংকার নেই তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।

টি-শার্ট, ফুলপ্যান্ট পরে বাসে করে মায়ের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিল পুঁচকে ইউভান। প্রথমবার চোখের সামনে বাঘ-সাপ দেখে ‘রাজশ্রী’র ছেলের উচ্ছ্বাস এবং আনন্দ ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সম্পূর্ণ দৃশ্যটি ভাগ করে নিয়েছেন টলি সুন্দরী শুভশ্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥