• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং করিয়ে দেয়নি প্রাপ্য টাকা! নামী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে বিস্ফোরক অভিনেত্রী

Published on:

Tollywood actress Sritama Dey claims against a well known production house for her due remuneration

বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের প্রযোজনা সংস্থার (Production House) বিরুদ্ধে বকেয়া টাকা না মেটানোর অভিযোগের বিষয়টি নতুন নয় একেবারেই। এবার সম্প্রতি ইন্ডাস্ট্রিতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এমনই এক অভিযোগ। টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী শ্রীতমা দে (Sritama Dey)। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এক নামী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বকেয়া টাকা (Due Remuneration) না মেটানোর।

প্রসঙ্গত সম্প্রতি ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে শ্রীতমা অভিনীত সমরেশ বসুর ‘প্রজাপতি’ সিনেমা। এছাড়া ইতিপূর্বে তিনি অভিনয় করেছেন ‘সাহেবের কাটলেট’ এবং ‘মহিষাসুরমর্দ্দিনী’র মত সিনেমায়।  কিন্তু সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়া পোস্টে (Social media post) অভিনেত্রী খুবই স্পষ্টভাবে তিনি দাবি করেছেন ‘দীর্ঘদিন হলো শুট শেষ হওয়ার পরেও এখনও টাকা ক্লিয়ার করছে না একটি বড় প্রোডাকশন হাউস’।

শ্রীতমা দে,Sritama Dey,বকেয়া টাকা,Due Remuneration,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,প্রযোজনা সংস্থা,production House,Bengali Cinema,বাংলা সিনেমা

অভিনেত্রীর দাবি কর্মচারীদের ফোন  করলে কেউ ফোন  না তলায় তিনি বাধ্য হয়ে কর্ণধার-এর স্ত্রী কে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখান কোনো প্রতিক্রিয়া আসেনি। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করে হয়েছিল অভিনেত্রী শ্রীতমা মিত্রের সাথে। এপ্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘গত বছর আগস্ট মাসে আমি ওদের সাথে একটা ওয়েব সিরিজ করি। অগ্রিম বাবদ প্রথম কিস্তির টাকা ছাড়া এখনও বকেয়া টাকা পায়নি’।

শ্রীতমা দে,Sritama Dey,বকেয়া টাকা,Due Remuneration,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,প্রযোজনা সংস্থা,production House,Bengali Cinema,বাংলা সিনেমা

শ্রীতমার কথায় টাকা চাইলেও কেউ ফোন ধরছেনাঅভিনেত্রীর। প্রসঙ্গত আদতে বহরমপুরের বাসিন্দা শ্রীতমা মফস্বল থেকে উঠে এসেছেন কলকাতা শহরের বুকে। নিজের মত করে পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।  কিন্তু এরই মধ্যে নিজের পাওনা টাকা না  পাওয়ায় আর্থিক দিক দিয়ে বেশ সমস্যায় রয়েছেন তিনি। শ্রীতমার কথায় ‘আমি কলকাতার বাইরের মেয়ে। নিজের সব খরচ চালাতে হয়’।


তবে  শ্রীতমা একা নন এই ওয়েব সিরিজে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে আরও অনেকেই এখনও পর্যন্ত পারিশ্রমিক পাননি তাদের। সে ক্ষেত্রে অভিনেত্রীর মন্তব্য ‘হয়তো বাকিদের কাছে কাজের সংখ্যা বেশি। তাই পারিশ্রমিক দেরিতে পেলেও তাদের সমস্যা হয় না। তবে এদিনের পোস্টে শ্রীতমা সরাসরি জানিয়ে দিয়েছেন এরপরেও যদি কোন প্রতিক্রিয়া না আসে তাহলে তিনি বাধ্য হবেন নাম নিয়ে সোশ্যাল মিডিয়া আরো একটি পোস্ট করতে। যদিও অভিনেত্রীর কথায় তার বন্ধুবান্ধবরা অনেকেই তাকে বারণ করেছিলেন ক্যারিয়ারের শুরুতেই এমন একটা ঝুঁকি না নিতে ।তাতে ভবিষ্যতে তার নাকি কাজ পেতে অসুবিধা হবে।  কিন্তু এক্ষেত্রেও  অভিনেত্রীর সপাট জবাব ‘সত্যি কথা বলার জন্য কাজ হারাবার ভয় আমি পাইনা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥