বাংলার অভিনেত্রীর মুকুটে নতুন পালক। দেশের গন্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । সম্প্রতি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী শ্রীলেখা। এমনিতে শ্রীলেখা মিত্র মানেই বরাবরই স্রোতের বিপরীতে হেঁটে চলা মানুষ।
সমস্ত কটুক্তি সমালোচনা সবকিছুর ঊর্ধ্বে বরাবরই নিজে মতো করে জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন অভিনেত্রী। আর এবার ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে কার্যত সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন অভিনেত্রী। রবিবারের ছুটির দিনে সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে সমস্ত মনোনীত অভিনেত্রীদের নাম ঘোষণা করার পর সেরা অভিনেত্রী হিসাবে নাম ঘোষণা করা হচ্ছে শ্রীলেখার মিত্রের। তবে এদিন সেখানে শ্রীলেখা নিজে উপস্থিত না থাকায় তাঁর হয়ে সহ অভিনেতা অরবিন্দ ঘোষকে পুরস্কার নিতে দেখা যায়।
এদিনের ওই ফেসবুক পোস্টে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর (Best Actress) পুরস্কার জিতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার নিন্দুকদের সংখ্যার কমতি নেই।তবে কোনো রকম কার্পণ্য না করেই অনুরাগীদের পাশাপাশি হেটার্সদেরও ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।
পাশাপাশি এদিনের ফেসবুক পোস্টে স্বর্গীয় মা, বাবাকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা। সেইসাথে অভিনেত্রী এদিন জোর দিয়ে জানিয়েছেন তিনি নিশ্চিত তার এই পুরস্কার জয়ে তার মা-বাবা দুজনেই অত্যন্ত গর্বিত। এছাড়াও এদিন ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার পরিচালক আদিত্য বিক্রমের পাশাপাশি শ্রীলেখা ধন্যবাদ জানিয়েছেন সিনেমার গোটা টিমকে।