• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতের দুপুরে কলা হাতে জরুরি বার্তা ‘একলা’ শ্রীলেখার! নায়িকার নতুন ভিডিওয় তোলপাড় সোশ্যাল মিডিয়া

Published on:

Tollywood actress Sreelekha Mitra shares a video with a banana

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী (Tollywood actress) হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই টলি ডিভাকে নিয়ে নেটপাড়ায় চর্চা চলতেই থাকে। মাঝেমধ্যেই নানান কারণে সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসেন তিনি। সম্প্রতি যেমন এই শীতের মরসুমে কলা হাতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন টলি সুন্দরী।

শ্রীলেখাকে বড়পর্দায় আগের মতো অত বেশি দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই নানান পোস্ট করেন সেখানে। আর বেশিরভাগ সময়েই সেই সকল পোস্টের কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রেও চলে আসেন তিনি। সম্প্রতি যেমন অভিনেত্রীর কলার ‘উপকারিতা’ সংক্রান্ত পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Sreelekha Mitra

টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের মনের কথা বলতে একেবারেই ভয় পান না। মাঝেমধ্যে অবশ্য সেই কারণে কটাক্ষের শিকারও হতে হয় শ্রীলেখাকে। যদিও সেসবকে বিশেষ পাত্তা দেন না তিনি।

সম্প্রতি যেমন শ্রীলেখা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে লাল রঙের একটি টি-শার্ট। একেবারে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন টলি সুন্দরী। তবে এসবের মাঝেও নেটিজেনদের নজর কেড়েছে তাঁর হাতের কলা এবং তাঁর ক্যাপশনের বার্তা।

Sreelekha Mitra

ভিডিওটির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘লুকনো কোনও মানে নেই। সুস্থ মস্তিষ্কের জন্য প্রত্যেকদিন একটি করে কলা খান এবং নিজেকে আয়রন ম্যান কিংবা উম্যানে পরিণত করুন’। টলি সুন্দরীর ভিদির ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির ‘আকেলে হ্যায় তো ক্যায়া গম হ্যায়’ গানটি।

Sreelekha Mitra with banana, Sreelekha Mitra banana post

শ্রীলেখার এই পোস্টটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ সেখানে অশ্লীল মন্তব্যও করেছেন। এই ভিডিও শেয়ার করে নেটিজেনদের একাংশ কর্তৃক ট্রোলও হতে হচ্ছে তাঁকে। কিন্তু সবাই যে খারাপ কমেন্ট করেছেন তা নয়। অনেকেই শ্রীলেখার ‘সেন্স অফ হিউমার’এর তারিফ করেছেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘সমস্ত ক্যালশিয়াম তো ছবির ক্যাপশনেই রয়েছে দেখছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥