• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার গাও এসো হে বৈশাখ! ট্রোল প্রকৃতি প্রেমী শ্রীলেখার

Published on:

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রীলেখা মিত্র,Seelekha Mitra,সোশ্যাল মিডিয়া,Social Media Post,টপ্ প্রবাহ,Heat Wave,প্রকৃতি,Natrure,ট্রোল,Troll

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে অত্যন্ত চর্চিত একজন অভিনেত্রী (Actress) হলেন শ্রীলেখা মিত্র (Seelekha Mitra)। সামাজিক হোক কিংবা রাজনৈতিক যে কোন বিষয় নিয়েই মন্তব্য করতে দুবার ভাবেন না টলিউড অভিনেত্রী।

তাই ইন্ডাস্ট্রিতে বরাবরই স্পষ্টবাদী হিসেবে ইন্ডাস্ট্রিতে আলাদা এক পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। এমনিতে বরাবরই পশু প্রেমী শ্রীলেখা নানাভাবে চারপেয়ে পোষ্যদের অধিকারের কথা নিয়ে সরব হয়ে থাকেন। মন্তব্য করেন বিভিন্ন সামাজিকবিষয় নিয়েও।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রীলেখা মিত্র,Seelekha Mitra,সোশ্যাল মিডিয়া,Social Media Post,টপ্ প্রবাহ,Heat Wave,প্রকৃতি,Natrure,ট্রোল,Troll

এবার প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় গরমে হাঁসফাঁস করতে থাকা রাজ্যবাসীদের নিয়ে ট্রোল করতে ছাড়লেন না অভিনেত্রী।  এই মুহূর্তে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা বাংলা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছাড়া নিচে নেই।

এই অবস্থায় নিয়মিত বাইরে বেরিয়ে কাজ করতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। যা নিয়ে  এই সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের নিজের নিজের মতন  নানা ধরনের মতামত পোষণ করছেন।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রীলেখা মিত্র,Seelekha Mitra,সোশ্যাল মিডিয়া,Social Media Post,টপ্ প্রবাহ,Heat Wave,প্রকৃতি,Natrure,ট্রোল,Troll

তবে একথা মানতেই হবে মানবজীবনে এই বিপদ কিন্তু একদিনে আসেনি। একটু একটু করে চারপাশের সবুজ ধ্বংস করে মানুষ নিজেরাই নিজেদের এই বিপদের মুখে ঠেলে দিয়েছেন।এবার তাদেরই  একহাত নিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রীলেখা মিত্র,Seelekha Mitra,সোশ্যাল মিডিয়া,Social Media Post,টপ্ প্রবাহ,Heat Wave,প্রকৃতি,Natrure,ট্রোল,Troll

একটি ফেসবুক পোস্টে এদিন  অভিনেত্রী লিখেছেন ‘গরম গরম বলে এখন কমপ্লেন করলে তো হবে না একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরো তিন চারটে ফ্ল্যাট করো ইনভেস্টমেন্ট বাড়াও। আরো গাছ কাটো। প্রকৃতির সাথে ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার নাও এসো হে বৈশাখ এসো এসো গান গাও আর ভোগো।’ আমি জনতার মতোই শ্রীলেখার এই পোস্টে সহমত পোষন করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আর হাসিতে ফেটে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥