• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল ছেলে! অভিনয় ছেড়ে অন্য পেশায় শ্রাবন্তী পুত্র অভিমন্যু

Updated on:

Srabanti Chatterjee Abhimanyu Chatterjee Tollywood Acting

‘বসন্ত বারোমাস’! টলিউডের (Tollywood) এভারগ্রীন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জীবনটা বোধ হয় খানিকটা এরকমই। তাই সারাবছরই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তাই এই টলি সুন্দরীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন যে কোনো বিষয়ই হামেশাই উঠে আসে সংবাদ শিরনামে।

শ্রাবন্তীর দৌলাতে মাঝেমধ্যে শিরোনামে উঠে আসেন তার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ও। এমনিতে স্টার কিড হওয়ার জন্য ছোট থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে দেখে অভ্যস্ত নেটিজেনরা। দেখতে দেখতে এখন বেশ বড় হয়ে গিয়েছেন।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,Srabanti Chatterjee,অভিমন্যু চ্যাটার্জী,Abhimanyu Chatterjee,কেরিয়ার,Career

তাই মায়ের আঁচল ছেড়ে এখন ভবিষ্যৎ গড়ার পথে এগোচ্ছেন তিনি। তবে মায়ের দেখানো পথ অনুসরণ করতেন নারাজ অভিমন্যু। তাঁর রয়েছে একেবারে নিজস্ব কিছু স্বপ্ন। আসলে ক্যামেরার সামনে একেবারেই  স্বাচ্ছন্দ্য বোধ করেন না শ্রাবন্তী পুত্র অভিমন্যু।

তাই অভিনয়ে আসতে একেবারেই নারাজ তিনি। তবে অভিনয় জগতের সাথে কিন্তু ইতিমধ্যেই হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। বড় হয়ে তিনি নিজেকে একজন পরিচালক হিসেবেই দেখতে চান অভিমন্যু। কাজেই বোঝা যাচ্ছে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনেই অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করেন শ্রাবন্তীর ছেলে।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,Srabanti Chatterjee,অভিমন্যু চ্যাটার্জী,Abhimanyu Chatterjee,কেরিয়ার,Career

তবে এই বয়স থেকেই সোশ্যাল মিডিয়ার অভিমন্যুর ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। মনের মানুষ থাকলেও তাঁর মহিলা অনুরাগীদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। তবে মায়ের মতোই মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনও।

প্রসঙ্গত কিছুদিন আগেই পড়শীর সাথে ঝামেলার কারণে ছেলের জন্য বিপাকে পড়েছিলেন শ্রাবন্তী। এমনকি  এই ঘটনার জন্য সে সময় মাঝ রাতে থানা পুলিশ পর্যন্ত করতে হয়েছিল অভিনেত্রীকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায়কম ট্রোলিং হয়নি।  নেট জনতার নীতি পুলিশের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। এখন নিজের অভিনয়ের পাশাপাশি ছেলেকে নিয়েই দারুন ব্যস্ত টলি সুন্দরী শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥