• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাকে ঠকিয়েছে! জিম প্রতারণা কান্ডে মাঝরাতে বিস্ফোরক শ্রাবন্তী

Published on:

Srabanti Chatterjee, Srabanti Chatterjee trolled

আবারো সংবাদ শিরোনামে টলিউড অভিনেত্রী (Tollywood Actress) শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নয় এবার শ্রাবন্তীর বিরুদ্ধে উঠেছে এক ভয়াবহ অভিযোগ। জিম (Gym) ট্রেনিং সেন্টার খুলে টাকা হাতিয়ে প্রতারণার (Fraud Case) অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। জানা যাচ্ছে বছর দুয়েক আগে মধ্যমগ্রামের স্টার মলে পার্টনারশিপে একটি  মাল্টিজিম খুলে ছিলেন অভিনেত্রী।

চলতি বছরের শুরুর দিকে এই জিমে ভর্তির জন্য একটি বিজ্ঞাপন বেরিয়েছিল।  যেখানে আকর্ষণীয় অফার দিয়ে জানানো হয় বছরে ১৮হাজার টাকার পরিবর্তে একবারে সাড়ে সাত হাজার টাকা দিয়েই এই জিমে ভর্তি হওয়া যাবে। এই আফার পেতেই ভর্তি হতে শুরু করেন অনেকে।

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,Srabanti Chatterjee,জিম,Gym,প্রতারণা,Fraud Case,প্রতিক্রিয়া,Reaction,ফেসবুক পোস্ট,Facebook Post

অভিযোগ ভর্তির পর তাদেরকে বলা হয় ৪ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরপরে দোল এসে পড়ায় আচমকাই তালা ঝুলিয়ে যাওয়া হয় ওই জিমে। তাই এইভাবে টাকা নিয়ে আচমকাই জিম বন্ধ করে দেওয়ায় টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মালিক পক্ষের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকেছেন ট্রেনিরা।

যদিও জানান গিয়েছে ওই অভিযোগ পত্রে জিমের অন্যান্য মালিকদের নাম থাকলেও শ্রাবন্তীর নাম ছিল না। তবে সেলিব্রেটি হওয়ায় এবং জিমের মালিক হওয়ায় নেটিজেনদের কটাক্ষের থেকে রেহাই পাননি অভিনেত্রী।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee gym controversy

অবশেষে এই প্রতারণা প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গতকাল রাতেই একটি ফেসবুক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠছে যার কোনও ভিত্তি নেই। বলা হচ্ছে আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত’।

এরপরেই অভিনেত্রীর সাফাই ‘সবাইকে বলতে চাই আমি এমন কিছু করিনি। আমায় উল্টে ঠকানো হয়েছে। টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত সত্যি সামনে আসবেই। ধন্যবাদ’। তবে এই পোষ্টের কোথাও জিম শব্দটির উল্লেখ করেননি তিনি।

 

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,Srabanti Chatterjee,জিম,Gym,প্রতারণা,Fraud Case,প্রতিক্রিয়া,Reaction,ফেসবুক পোস্ট,Facebook Post

এছাড়া এ প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এক সাক্ষাৎকারে এক প্রকার ঝেড়ে ফেলেই বলেছিলেন ‘বহু দিন হল আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল তখন আমি ছিলাম। কিন্তু বহু দিন হয়ে গেল কোনও যোগাযোগ নেই এই জিমের সঙ্গে আমার। টাকাপয়সার কোনও লেনদেনও কেউ দেখাতে পারবেন না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥