টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। কখনও কাজের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। এবার নায়িকার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ! নারী পাচারের পর এবার টলি ডিভার নাম জড়িয়েছে শিশু অপহরণের (Child kidnapping) সঙ্গে!
হ্যাঁ, ঠিকই দেখছেন। টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী বিদেশে গিয়ে বড় রকমের বিপাকে পড়েছেন। তবে শ্রাবন্তী একা নন, শিশু অপহরণ নিয়ে তাঁর সঙ্গে ফেঁসেছেন টলিপাড়ার আর এক নামী অভিনেতা জিতু কামালও! এখন নিশ্চয়ই ভাবছেন ঠিক কী ঘটেছে বিদেশে যে এত বড় বিপাকে পড়লেন টলিপাড়ার এই নামী সেলেব?
আসলে চিন্তার কিছুই হয়নি। সম্পূর্ণ ঘটনাটাই ঘটেছে ক্যামেরার সামনে। একটি ছবিতে (Movie) একসঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী এবং জিতু। সেই সিনেমাতেই শিশু অপহরণের সঙ্গে নাম জড়িয়ে যাবে দু’জনে। এরপরই শুরু হবে আসল গল্প। একে অপরকে ভালোবেসেও ফেলবেন এই দুই তারকা।
অংশুমান প্রত্যুষ পরিচালিত আগামী সিনেমা ‘বাবুসোনা’য় জুটি বাঁধবেন শ্রাবন্তী ও জিতু। জানা গিয়েছে, ছবিটি হতে চলেছে অ্যাকশন কমেডি ঘরানার। সেই সঙ্গেই কাহিনীতে থাকবে একাধিক টুইস্ট। ছবির কাহিনী অনুযায়ী, বাবু (জিতু কামাল) সুপারি নিয়ে অপহরণ করে। তবে লোকসমাজে তিনি নিজেকে আইটি সংস্থার কর্ণধার বলেন।
অপরদিকে সোনা (শ্রাবন্তী চট্টোপাধ্যায়) আসলে চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত। তবে তিনি আবার নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। একটি অপহরণের সূত্রেই দু’জনের প্রথম আলাপ এবং সেখান থেকেই শুরু হয় প্রেমপর্ব। আগামী মাসে লন্ডনে ‘বাবুসোনা’র শ্যুটিং শুরু হবে বলে খবর। জিতু এবং শ্রাবন্তী ছাড়াও অংশুমানের এই ছবিতে অভিনয় করবেন পায়েল সরকার, বিলাস দে, সাগ্নিক চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলরের মতো শিল্পীরা।
‘বাবুসোনা’ ছাড়াও শ্রাবন্তী হাতে এখন আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে একটি হল ‘সাদা রঙের পৃথিবী’। সেখানে আবার নারী পাচার চক্রের সঙ্গে নায়িকার নাম জড়িয়ে যায়। ছবিতে দেখানো হবে, বেনারসের একটি বিধবা আশ্রম থেকে নারী পাচার করা হচ্ছে এবং সেই পাচারের সঙ্গে জড়িত টলি ডিভা শ্রাবন্তী!